এডওয়ার্ড ডোনাল থমাস

এডওয়ার্ড ডোনাল থমাস (মার্চ 15, ১৯২০ – অক্টোবর ২০, ২০১২)[1] একজন মার্কিন চিকিৎসক। তিনি ১৯৯০ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

এডওয়ার্ড ডোনাল থমাস
জন্মএডওয়ার্ড ডোনাল থমাস
(১৯২০-০৩-১৫)১৫ মার্চ ১৯২০
টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২০ অক্টোবর ২০১২(2012-10-20) (বয়স ৯২)
সিয়াটল, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র
নাগরিকত্বমার্কিন
কর্মক্ষেত্রচিকিৎসাবিজ্ঞান
প্রতিষ্ঠানMary Imogene Bassett Medical Center
ইউনিভার্সিটি অব ওয়াশিংটন
প্রাক্তন ছাত্রইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন
হার্ভার্ড মেডিকেল স্কুল
পরিচিতির কারণTransplantation
উল্লেখযোগ্য
পুরস্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৯০
ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৯০

জীবনী

থমাস ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন এ রসায়ন ও রাসায়নিক প্রকৌশলে পড়াশোনা করেন। তিনি ১৯৪১ সালে বিএ এবং ১৯৪৩ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ১৯৪৬ সালে এমডি ডিগ্রি অর্জন করেন।[2]

তথ্যসূত্র

  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1126/science.1232395, এর পরিবর্তে দয়া করে |doi=10.1126/science.1232395 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  2. "E. Donnall Thomas, Who Advanced Bone Marrow Transplants, Dies at 92". The New York Times. October 24, 2012.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.