লুইস জে ইগনারো
লুইস জে ইগনারো একজন মার্কিন ফার্মাকোলজিস্ট। তিনি ১৯৯৮ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
লুইস জে ইগনারো | |
---|---|
![]() | |
জন্ম | ব্রুকলিন, নিউ ইয়র্ক | মে ৩১, ১৯৪১
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | ফার্মাকোলজি |
প্রতিষ্ঠান | Tulane University School of Medicine UCLA School of Medicine King Saud University |
প্রাক্তন ছাত্র | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিনেসোটা |
পরিচিতির কারণ | নাইট্রিক অক্সাইড |
উল্লেখযোগ্য পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৮) |
জীবনী
ইগনারো ১৯৪১ সালে নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে ফার্মাকোলজিতে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। ফার্মাকোলজিতে পিএইচডি করেন ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.