জন পোপল
জন অ্যান্থনি পোপল (ইংরেজি: John Pople) (অক্টোবর ৩১, ১৯২৫ - মার্চ ১৫, ২০০৪) একজন নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ তাত্ত্বিক রসায়নবিদ।
জন পোপল | |
---|---|
জন্ম | Burnham-on-Sea, Somerset, England | ৩১ অক্টোবর ১৯২৫
মৃত্যু | ১৫ মার্চ ২০০৪ ৭৮) শিকাগো, ইলিনয়, United States | (বয়স
জাতীয়তা | যুক্তরাজ্য |
কর্মক্ষেত্র | তাত্ত্বিক রসায়ন কোয়ান্টাম রসায়ন গণনাভিত্তিক রসায়ন (Computational chemistry) |
প্রাক্তন ছাত্র | কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | John Lennard-Jones |
পিএইচডি ছাত্ররা | A. David Buckingham |
পরিচিতির কারণ | Computational methods in quantum chemistry |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৯৮) |
শিক্ষাজীবন
জন পোপল ১৯৪৩ সালে বৃত্তি নিয়ে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়-এ পড়তে যান। তিনি ১৯৪৬ সালে বি.এ ডিগ্রি অর্জন করেন। ১৯৫১ সালে গণিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ সালে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় এর গণিত অনুষদে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৫৮ সালে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরিতে যোগদান করেন। ১৯৬৪ সালে কার্নেগী মেলন ইউনিভার্সিটি-তে যোগদান করেন।[1]
অর্জন
১৯৬১ সালে তিনি রয়েল সোসাইটির সদস্য হন। ২০০৩ সালে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার-এ ভূষিত করা হয়।
মৃত্যু
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে পোপল ২০০৪ সালে শিকাগোতে মৃত্যুবরণ করেন।
কর্মজীবন
১৯৪৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তিনি ব্রিস্টল এরোপ্লেন কোম্পানিতে কর্মরত ছিলেন।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.