জর্জ স্মিথ (রসায়নবিদ)

জর্জ পিজজেনিক স্মিথ (জন্ম ১০ মার্চ ১৯৪১) হচ্ছে একজন আমেরিকান জৈব রসায়নবিদ এবং নোবেল বিজয়ী। তিনি মিশৌরী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ।

জর্জ স্মিথ
জন্মজর্জ পিজজেনিক স্মিথ
(1941-03-10) ১০ মার্চ ১৯৪১
নরওয়াক কানেক্টিকাট, যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রজৈব রসায়ন
প্রতিষ্ঠানউইসকনসিন বিশ্ববিদ্যালয় (PSD)
মিশৌরী কলম্বিয়া বিশ্ববিদ্যালয় (Prof)
ডিউক বিশ্ববিদ্যালয় (Vis)
প্রাক্তন ছাত্রহার্ভার্ড কলেজ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাএডগার হাবার
পরিচিতির কারণদশা প্রদর্শন
উল্লেখযোগ্য
পুরস্কার
  • আমেরিকান এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেন্ট অব সায়েন্সের ফেলো (২০০১)[1]
  • রসায়নে নোবেল (২০১৮)[2]

পেশা

তিনি হার্ভার্ড কলেজ থেকে জীববিজ্ঞানের উপর স্নাতক করেন এবং একবছরের জন্য মাধ্যমিক স্কুলের শিক্ষক ও পরীক্ষাগারের যন্ত্রবিদ ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাকটেরিয়া ও প্রতিষেধকবিজ্ঞানের উপর পিএইচডি অর্জন করেন। তিনি ১৯৭৫ সালে মিশৌরী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পূর্বে উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে (অলিভার স্মিথ) যিনি পরবর্তীতে নোবেল পান) পোস্ট ডক ছিলেন। তিনি ডিউক বিশ্ববিদ্যালয়ে ১৯৮৩-৮৪ রবার্ট ওয়েবস্টারের সাথে কাজ করেন। তার সেখানকার কাজই তাকে পরবর্তীতে নোবেল এনে দেয়।[3][4][5][6]

তিনি দশা প্রদর্শনীর কাজের জন্য বিখ্যাত। এটা হচ্ছে এমন একপ্রকার কৌশল যার মাধ্যমে সুনির্দিষ্ট প্রোটিনের জেনেটিক কোড কৃত্রিমভাবে ব্যাকটেরিওফেজের কোট প্রোটিন জিনে প্রবেশ করানো হয়। এর ফলে সেই প্রোটিন ব্যাকটেরিওফেজের বাইরেও প্রদর্শিত হয়। স্মিথই প্রথম ১৯৮৫ সালে এই কৌশলকে প্রথম বর্ণনা করেন। তিনি ২০১৮ সালে এই কাজের জন্য গ্রেগ উইন্টার ও ফ্রান্সিস আর্নল্ডের সাথে একত্রে রসায়নে নোবেল পান।

পুরস্কার এবং সম্মাননা

  • ২০০০ মিশৌরী কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এর অধ্যক্ষ [1]
  • ২০০১ - এএএএসের নির্বাচিত ফেলো[1]
  • ২০০৭ প্রমেগা বায়োটেকনোলজি গবেষণামুলক পদক[7]
  • ২০১৮ গ্রেগ উইন্টার ও ফ্রান্সিস আর্নল্ডের সাথে একত্রে নোবেল বিজয়। [8]

তথ্যসূত্র

  1. "George Smith"। University of Missouri। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮
  2. "Nobel Prize in Chemistry 2018 - live"। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮
  3. "Tropical and Molecular Parasitology Seminar Series"। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮
  4. Smith GP (জুন ১৯৮৫)। "Filamentous fusion phage: novel expression vectors that display cloned antigens on the virion surface"। Science228 (4705): 1315–7। doi:10.1126/science.4001944। PMID 4001944বিবকোড:1985Sci...228.1315S
  5. "2018 Nobel Prize winner did much of his work at Duke University"। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮
  6. "Humble MU professor cheered after winning Nobel Prize"। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮
  7. "Promega Award Laureates"। American Society For Microbiology। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮
  8. "Nobel Prize in Chemistry Is Awarded to 3 Scientists for Using Evolution in Design of Molecules"। NYT। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮

বহিঃস্থ সংযোগ


টেমপ্লেট:Chemist-stub

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.