জন হাওয়ার্ড নরথর্প
জন হাওয়ার্ড নরথর্প একজন মার্কিন প্রাণরসায়নবিদ। তিনি ১৯৪৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
জন হাওয়ার্ড নরথর্প | |
---|---|
![]() | |
জন্ম | নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | ৫ জুলাই ১৮৯১
মৃত্যু | ২৭ মে ১৯৮৭ ৯৫) আরিজোনা, মার্কিন যুক্তরাষ্ট্র আত্মহত্যা | (বয়স
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন |
প্রতিষ্ঠান | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় রকফেলার বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | Jacques Loeb |
পরিচিতির কারণ | Studies of enzymes |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৪৬) Daniel Giraud Elliot Medal (1939) |
জীবনী
নরথর্প ১৮৯১ সালের ৫ জুলাই নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন প্রাণীবিজ্ঞানী এবং মা উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক। নরথর্প কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯১২ সালে বিএসসি, ১৯১৩ সালে এমএ এবং ১৯১৫ সালে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৪৯ সালে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের ব্যাক্টেরিওলজির অধ্যাপক নিযুক্ত হন।
কর্মজীবন
তিনি দেখান যে এনজাইমের আদতে হলও প্রোটিন। তিনি প্রথম ব্যাকটেরিয়া ভাইরাস ও ডিফথেরিয়া অ্যান্টিটক্রিনকে বিচ্ছিন্ন করেছিলেন।[1]
তথ্যসূত্র
- দাশগুপ্ত, ধীমান (এপ্রিল ১৯৯৭)। বিজ্ঞানী চরিতাভিধান। ২ (১ সংস্করণ)। কলকাতা: বাণীশিল্প। পৃষ্ঠা ১৫। আইএসবিএন বিহীন
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.