এডউইন মাটিসন ম্যাকমিলান

এডউইন মাটিসন ম্যাকমিলান (ইংরেজি: Edwin McMillan) (জন্ম: ১৮ সেপ্টেম্বর ১৯০৭) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৫১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

এডউইন মাটিসন ম্যাকমিলান
জন্ম(১৯০৭-০৯-১৮)১৮ সেপ্টেম্বর ১৯০৭
ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুসেপ্টেম্বর ৭, ১৯৯১(1991-09-07) (বয়স ৮৩)
ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
বার্কলে রেডিয়েশন ল্যাবরেটরী
প্রাক্তন ছাত্রক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাEdward Condon
আর্নেস্ট লরেন্স
পরিচিতির কারণthe first transuranium element
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার (১৯৫১)

জীবনী

ম্যাকমিলান ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে ১৯২৮ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯২৯ সালে মাস্টার অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। ১৯৩২ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন ডক্টর অব ফিলোসফি।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.