আরউইন রোজ

আরউইন রোজ (১৬ জুলাই, ১৯২৬ - ২ জুন, ২০১৫) একজন মার্কিন জীববিজ্ঞানী। তিনি ২০০৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

আরউইন রোজ
জন্ম (1926-07-16) জুলাই ১৬, ১৯২৬
ব্রুকলিন, নিউ ইয়র্ক
মৃত্যু২ জুন ২০১৫(2015-06-02) (বয়স ৮৮)
ডিয়ারফিল্ড, ম্যাসাচুসেট্‌স, যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রজীববিজ্ঞান
প্রতিষ্ঠানFox Chase Cancer Center
পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভিন
ইয়েল বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রশিকাগো বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণUbiquitin-mediated protein degradation
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার (২০০৪)

জীবনী

শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে ১৯৪৮ সালে ব্যাচেলর্স এবং ১৯৫২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের প্রাণরসায়নে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভিন এর স্কুল অব মেডিসিনের শারীরবিদ্যা এবং বায়োফিজিক্সের ডিস্টিঙ্গুইশড অধ্যাপক হিসেবে কর্মরত।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

    বহি:সংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.