ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন

ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন একজন ব্রিটিশ জৈব রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৬৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন
জন্ম(১৯১৮-০৯-০৮)৮ সেপ্টেম্বর ১৯১৮
কেন্ট, ইংল্যান্ড
মৃত্যু১৬ মার্চ ১৯৯৮(1998-03-16) (বয়স ৭৯)
কলেজ স্টেশন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তাUnited Kingdom
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানইম্পেরিয়াল কলেজ লন্ডন,
Institut de Chimie des Substances Naturelles,
টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি
Birkbeck, University of London
প্রাক্তন ছাত্রইম্পেরিয়াল কলেজ লন্ডন
পিএইচডি উপদেষ্টাIan Heilbron
পরিচিতির কারণBarton reaction
Barton decarboxylation
Barton–McCombie deoxygenation
Barton–Zard synthesis
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার ১৯৬৯,
কপলি মেডেল

জীবনী

বার্টন ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে ১৯৪০ সালে গ্র্যাজুয়েট হন এবং ১৯৪২ সালে জৈব রসায়নে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রভাষক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৪৯ ও ১৯৫০ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ ভিজিটিং প্রভাষক হিসেবে কাজ করেন। তিনি ১৯৫৫ সালে গ্লাসগো বিশ্ববিদ্যালয় এর রসায়নের অধ্যাপক নিযুক্ত হন। ১৯৫৭ সালে ইম্পেরিয়াল কলেজ লন্ডন এর জৈব রসায়নের অধ্যাপক নিযুক্ত হন। ১৯৫৮ সালে তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এবং ১৯৬০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে ভিজিটিং অধ্যাপক হিসেবে কাজ করেন।

সম্মাননা

  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি, ১৯৫৪
  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি অব এডিনবরা, ১৯৫৬

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.