অ্যালান হিগার
অ্যালান জে হিগার একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি ২০০০ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অব নেব্রাস্কা থেকে ১৯৫৭ সালে পদার্থবিজ্ঞান ও গণিতে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৬১ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। ১৯৮২ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারাতে পদার্থবিজ্ঞান এবং ম্যাটেরিয়ালসের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তার ৫০ এর অধিক প্যাটেন্ট এবং ৮০০ এর অধিক প্রকাশনা রয়েছে। [1]
অ্যালান জে হিগার | |
---|---|
![]() হিগার, ২০১৩ সালে | |
জন্ম | আইওয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | জানুয়ারি ২২, ১৯৩৬
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান, রসায়ন |
প্রতিষ্ঠান | পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা |
প্রাক্তন ছাত্র | ইউনিভার্সিটি অব নেব্রাস্কা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে |
পিএইচডি উপদেষ্টা | Alan Portis |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (২০০০) Balzan Prize ENI award Oliver E. Buckley Condensed Matter Prize (১৯৮৩) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.