হারবার্ট সি. ব্রাউন
হারবার্ট চার্লস ব্রাউন একজন নোবেল বিজয়ী রসায়নবিদ। বিংশ শতাব্দীর প্রথম ২-৩ জন প্রধান জৈব রাসায়নবিদের মধ্যে তাকে গণ্য করা হতো। ১৯৭৯ খ্রিস্টাব্দে তিনি জর্জ্জ উইটিং এর সঙ্গে যৌথভাবে নোবল পুরস্কার লাভ করেন।[1]
হারবার্ট চার্লস ব্রাউন | |
---|---|
জন্ম | Herbert Brovarnik May 22, 1912 লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য |
মৃত্যু | December 19, 2004 (aged 92) ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠান | শিকাগো বিশ্ববিদ্যালয়, পারডু বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | শিকাগো বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | Hermann Irving Schlesinger |
পরিচিতির কারণ | Organoboranes |
যাদেরকে প্রভাবিত করেছেন | Akira Suzuki Ei-ichi Negishi Subash Jonnalagadda |
উল্লেখযোগ্য পুরস্কার | ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৬৯ Elliott Cresson Medal 1978 |
স্ত্রী/স্বামী | Sarah Baylen (1937–2004; his death; 1 child) |
জীবনী
ব্রাউন শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৬ খ্রিস্টাব্দে বিএসসি এবং ১৯৩৮ খ্রিস্টাব্দে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি এখানে ইন্সট্রাক্টর হিসেবে যোগ দেন ১৯৩৯ খ্রিস্টাব্দে । পরে ওয়েন ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগদন করেন। ১৯৪৬ খ্রিস্টাব্দে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৪৭ খ্রিস্টাব্দে পারডু বিশ্ববিদ্যালয়ের অজৈব রসায়নের অধ্যাপক নিযুক্ত হন।[2]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.