সভান্টে আরেনিউস
সভান্টে অগস্ট আরেনিউস (১৯ ফেব্রুয়ারি ১৮৫৯ – ২ অক্টোবর ১৯২৭) ছিলেন একজন সুইডিশ বিজ্ঞানী যিনি ১৯০৩ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ১৯০৫ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত নরওয়েজিয়ান নোবেল ইনিস্টিটিউ-এর পরিচালক ছিলেন।মূলত তিনি একজন পদার্থবিজ্ঞানী ছিলেন, কিন্তু তিনি 1903 সালে রসায়নতে নোবেল পুরস্কার জিতেছেন, এবং ভৌত রসায়ন প্রতিষ্ঠাতা ছিলেন। পরে, তিনি অন্যান্য বৈজ্ঞানিক সমস্যার দিকে মনোযোগ দেন। তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি ভেবেছিলেন,জীবাশ্ম জ্বালানি দহন প্রক্রিয়াতে, কার্বন ডাই অক্সাইডের নির্গমনে বৈশ্বিক উষ্ণতা(global warming)সৃষ্টি করবে।[1]
সভান্টে আরেনিউস | |
---|---|
![]() | |
জন্ম | সভান্টে অগস্ট আরেনিউস ১৯ ফেব্রুয়ারি ১৮৫৯ উইক ক্যাসেল, সুইডেন |
মৃত্যু | ২ অক্টোবর ১৯২৭ ৬৮) স্টকহোম, সুইডেন | (বয়স
জাতীয়তা | সুইডিশ |
কর্মক্ষেত্র | পদার্থবিদ্যা, রসায়ন |
প্রতিষ্ঠান | রয়্যাল ইনিস্টিটিউট অফ টেকনোলোজি |
প্রাক্তন ছাত্র | উপসালা বিশ্ববিদ্যালয় স্টকহোম বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | প্যর টিওডর ক্লিভ, এরিক এডলুন্ড |
পিএইচডি ছাত্ররা | অস্কার বেঞ্জামিন ক্লেন |
পরিচিতির কারণ | আরেনিউস সমীকরণ Theory of ionic dissociation Acid-base theory |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯০৩) ফ্রাঙ্কলিন পদক (১৯২০) |
তথ্যসূত্র
- "Arrhenius, Svante August" in Chambers's Encyclopædia. London: George Newnes, 1961, Vol. 1, p. 635.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.