ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি
ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি একজন মার্কিন রসায়নবিদ এবং ভাইরাসবিদ। তিনি ১৯৪৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি | |
---|---|
![]() | |
জন্ম | ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র | ১৬ আগস্ট ১৯০৪
মৃত্যু | ১৫ জুন ১৯৭১ ৬৬) স্পেন | (বয়স
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠান | রকফেলার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে |
প্রাক্তন ছাত্র | Earlham College ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৪৬) ফ্রাঙ্কলিন মেডেল (১৯৪৮) |
জীবনী
স্ট্যানলি ১৯০৪ সালের ১৬ অগাস্ট জন্মগ্রহণ করেন। ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে ১৯২৭ সালে এমএসসি এবং ১৯২৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৪৮ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের প্রাণরসায়নের অধ্যাপক নিযুক্ত হন এবং ১৯৪৮ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে ভাইরাসবিদ্যা বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান নিযুক্ত হন।[1]
সম্মাননা
- সম্মানসূচক ডিএসসি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ১৯৩৮
- সম্মানসূচক ডিএসসি, ইয়েল বিশ্ববিদ্যালয়, ১৯৩৮
- সম্মানসূচক ডিএসসি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ১৯৪৭
- সম্মানসূচক ডিএসসি, ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন, ১৯৫৯
- সম্মানসূচক এলএলডি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (১৯৪৬)[1]
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.