পিটার অ্যাগর

পিটার অ্যাগর একজন মার্কিন চিকিৎসক, অধ্যাপক এবং আণবিক জীববিজ্ঞানী। তিনি ২০০৩ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।[1]

পিটার অ্যাগর
জন্ম (1949-01-30) ৩০ জানুয়ারি ১৯৪৯
নর্থফিল্ড, মিনেসোটা, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্ররসায়ন
প্রাক্তন ছাত্রAugsburg College, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি
পরিচিতির কারণAquaporins
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার ২০০৩

জীবনী

অ্যাগর মিনেসোটার নর্থফিল্ডে জন্মগ্রহণ করেন। তিনি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন।

তথ্যসূত্র

  1. Karl Grandin, ed. (২০০৩)। "Peter Agre Biography"Les Prix Nobel। The Nobel Foundation। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-২৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.