রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ

রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ একজন ব্রিটিশ প্রাণরসায়নবিদ। তিনি ১৯৫২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ
জন্ম(১৯১৪-১০-২৮)২৮ অক্টোবর ১৯১৪
লিভারপুল, ইংল্যান্ড
মৃত্যু১৮ আগস্ট ১৯৯৪(1994-08-18) (বয়স ৭৯)
নরউইচ, ইংল্যান্ড
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
প্রাক্তন ছাত্রউইনচেস্টার কলেজ
ট্রিনিটি কলেজ, কেমব্রিজ
পরিচিতির কারণক্রোমাটোগ্রাফি
যাদের দ্বারা প্রভাবান্বিতJohn H. Humphrey
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার (১৯৫২)
John Price Wetherill Medal (1959)

জীবনী

সিঞ্জ উইনচেস্টার কলেজ ও কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনা করেন। তিনি ১৯৫০ সালে রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.