জিওফ্রে উইল্কিন্সন
স্যার জিওফ্রে উইল্কিন্সন একজন নোবেল বিজয়ী ইংরেজ রসায়নবিজ্ঞানী।
স্যার জিওফ্রে উইল্কিন্সন | |
---|---|
![]() | |
জন্ম | স্প্রিংসাইড, ইংল্যান্ড | ১৪ জুলাই ১৯২১
মৃত্যু | ২৬ সেপ্টেম্বর ১৯৯৬ ৭৫) লন্ডন, ইংল্যান্ড | (বয়স
জাতীয়তা | ব্রিটিশ |
কর্মক্ষেত্র | অজৈব রসায়ন |
প্রতিষ্ঠান | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইম্পেরিয়াল কলেজ লন্ডন |
প্রাক্তন ছাত্র | ইম্পেরিয়াল কলেজ লন্ডন |
পিএইচডি উপদেষ্টা | Henry Vincent Aird Briscoe |
পরিচিতির কারণ | Homogeneous transition metal catalysis |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৭৩) ফেলো অব দ্য রয়েল সোসাইটি[1] (14 July 1921 – 26 September 1996) was a Nobel laureate English chemist who pioneered inorganic chemistry and homogeneous transition metal catalysis.[2] |
জীবনী
উইল্কিন্সন ইয়র্কশায়ারের স্প্রিংসাইডে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪১ সালে ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে গ্র্যাজুয়েট হন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে গ্লেন থিওডোর সিবোর্গ এর সাথে কাজ করেন, যার বেশিরভাগই ছিল নিউক্লিয়ার নামকরণের উপর। তিনি পরে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে রিসার্চ অ্যাসোসিয়েট হন। তিনি ১৯৫১ সালের সেপ্তেম্বর থেকে ১৯৫৫ সালের ডিসেম্বর পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ গবেষণা করেন। ১৯৫৫ সালের জুনে তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডন এর অজৈব রসায়নের চেয়ারম্যান নিযুক্ত হন।
তথ্যসূত্র
- দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1098/rsbm.1999.0103, এর পরিবর্তে দয়া করে
|doi=10.1098/rsbm.1999.0103
সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন। - দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য: 10.1021/ic961299i, এর পরিবর্তে দয়া করে
|doi= 10.1021/ic961299i
সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.