ড্যান শেচতম্যান
ড্যান শেচতম্যান টেকনিয়ন - ইসরায়েল ইন্সটিটিউট অব টেকনোলজি এর ম্যাটেরিয়ালস সায়েন্স এর ফিলিপ টোবিয়াস অধ্যাপক, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এনার্জি এর অ্যাসোসিয়েট এবং আইওয়া স্টেট ইউনিভার্সিটি এর ম্যাটেরিয়ালস সায়েন্স এর অধ্যাপক। তিনি ২০১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
ড্যান শেচতম্যান | |
---|---|
![]() Dan Shechtman, Nobel Prize 2011 press conference at the Royal Swedish Academy of Sciences. | |
জন্ম | তেল আবিব, ইসরায়েল | ২৪ জানুয়ারি ১৯৪১
কর্মক্ষেত্র | ম্যাটেরিয়ালস সায়েন্স |
প্রতিষ্ঠান | রাইট-প্যাটার্সন এয়ারফোর্স বেস জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি আইওয়া স্টেট ইউনিভার্সিটি টেকনিয়ন - ইসরায়েল ইন্সটিটিউট অব টেকনোলজি |
প্রাক্তন ছাত্র | টেকনিয়ন - ইসরায়েল ইন্সটিটিউট অব টেকনোলজি |
পরিচিতির কারণ | কোয়াসিক্রিস্টালস |
উল্লেখযোগ্য পুরস্কার | Israel Prize (1998) পদার্থবিজ্ঞানে ওলফ পুরস্কার (১৯৯৯) Gregori Aminoff Prize (2000) রসায়নে নোবেল পুরস্কার (২০১১) |
স্ত্রী/স্বামী | Tzipora Shechtman |
জীবনী
শেচতম্যান টেকনিয়ন - ইসরায়েল ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে যন্ত্র প্রকৌশলে ১৯৬৬ সালে বিএসসি, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে ১৯৬৮ সালে এমএসসি এবং ১৯৭২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.