ব্যারি শার্পলেস

কার্ল ব্যারি শার্পলেস একজন মার্কিন রসায়নবিজ্ঞানী। তিনি ২০০১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

কার্ল ব্যারি শার্পলেস
জন্ম (1941-04-28) ২৮ এপ্রিল ১৯৪১
ফিলাডেলফিয়া, পেন্সিলভানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
The Scripps Research Institute
প্রাক্তন ছাত্রডার্টমাউথ কলেজ
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণenantiosynthetic synthesis, click chemistry
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার (২০০১)
Benjamin Franklin Medal (2001)
Harvey Prize (1998)

জীবনী

শার্পলেস ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে ডার্টমাউথ কলেজ থেকে বিএ এবং ১৯৬৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ ডক্টরেটোত্তর গবেষণা করেন। তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ অধ্যাপনা করেন।[1][2]

সম্মাননা

  • ডার্টমাউথ কলেজ, ১৯৯৫
  • রয়েল ইন্সটিটিউট অব টেকনোলজি, স্টকহোম, ১৯৯৫
  • টেকনিক্যাল ইউনিভার্সিটি, মিউনিখ, ১৯৯৫
  • Catholic University of Louvain, Belgium, ১৯৯৬
  • Wesleyan University, ১৯৯৯ [1]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.