অ্যারন ক্লুগ

অ্যারন ক্লুগ একজন রসায়নবিজ্ঞানী এবং জীবপদার্থবিজ্ঞানী। তিনি ১৯৮২ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

অ্যারন ক্লুগ
Aaron Klug in 1979
জন্ম (1926-08-11) ১১ আগস্ট ১৯২৬
Želva, লিথুনিয়া
জাতীয়তাব্রিটিশ
কর্মক্ষেত্রজীবপদার্থবিজ্ঞান, রসায়ন
প্রতিষ্ঠান
প্রাক্তন ছাত্রট্রিনিটি কলেজ, কেমব্রিজ
সন্দর্ভসমূহThe kinetics of phase changes in solids (১৯৫৩)
পিএইচডি উপদেষ্টাDouglas Hartree[1]
পরিচিতির কারণইলেক্ট্রন ক্রিস্টালোগ্রাফি[2]
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার (১৯৮২)
কপলি মেডেল (১৯৮৫)
স্ত্রী/স্বামীLiebe Bobrow (2 children)
ওয়েবসাইট
www2.mrc-lmb.cam.ac.uk/group-leaders/emeritus/aaron-klug

জীবনী

ক্লুগ ১৯২৬ সালের ১১ অগাস্ট জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে নাইট উপাধি লাভ করেন। তিনি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত রয়েল সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৫ সালে অর্ডার অব মেরিট নিযুক্ত হন।

তথ্যসূত্র

  1. গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে অ্যারন ক্লুগ
  2. PMID 8088991 (PubMed)
    কয়েক মিনিটের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে উদ্ধৃতি সম্পন্ন করা হবে। Jump the queue বা expand by hand
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.