কেনিচি ফুকুই

কেনিচি ফুকুই (অক্টোবর ৪, ১৯১৮- জানুয়ারি ৯, ১৯৯৮) ছিলেন একজন জাপানি রসায়নবিদ।[1]

কেনিচি ফুকুই
জন্মঅক্টোবর ৪, ১৯১৮
নারা সিটি, জাপান
মৃত্যুজানুয়ারি ৯, ১৯৯৮
কিয়োটো, জাপান
নাগরিকত্বজাপান
জাতীয়তাজাপানি
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানকিয়োটো বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণরাসায়নিক বিক্রিয়ায় মলিকুলার অরবিটাল (নোবেল পুরষ্কার)
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল (১৯৮১)
অর্ডার অফ কালচার (১৯৮১)
অর্ডার অফ দ্য রাইজিং সান এর গ্র্যান্ড গর্ডন(১৯৮৮)

রাসায়নিক বিক্রিয়ার মেকানিজমের উপর স্বাধীন পর্যবেক্ষণের জন্য ১৯৮১ সালে কেনিচি ফুকুই রোয়াল্ড হোফমানের সাথে রসায়নে নোবেল পুরস্কার জেতেন। তার পুরস্কার বিজয়ী কাজটির প্রধান কেন্দ্রবিন্দু ছিলো রাসায়নিক বিক্রিয়ায় ফ্রন্টিয়ার অরবিটালের (frontier orbitals) ভূমিকা। এটি বিশেষ করে দেখায় যে অণুগুলি ফ্রন্টিয়ার অরবিটালে পরিব্যপ্ত শিথিল বন্ধনযুক্ত ইলেকট্রনগুলিকে ভাগাভাগি করে নেয়। এই ফ্রন্টিয়ার অরবিটালের আরও দুই পরিচয় হল এটি একইসাথে হায়েস্ট অকুপায়েড মলিকিউলার অরবিটাল এবং লোয়েস্ট আনকুপায়েড মলিকিউলার অরবিটাল[2]

আরো দেখুন

  • List of Japanese Nobel laureates
  • List of Nobel laureates affiliated with Kyoto University

তথ্য সূত্র

  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1098/rsbm.2001.0013, এর পরিবর্তে দয়া করে |doi=10.1098/rsbm.2001.0013 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  2. Fukui, K (নভেম্বর ১৯৮২)। "Role of Frontier Orbitals in Chemical Reactions"। Science218 (4574): 747–754। doi:10.1126/science.218.4574.747। PMID 17771019বিবকোড:1982Sci...218..747F
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.