আলফ্রেড ওয়ের্নার

আলফ্রেড ওয়ের্নার (১২ ডিসেম্বর ১৮৬৬ - ১৫ নভেম্বর ১৯১৯) ছিলেন একজন সুইস রসায়নবিদ যিনি ইটিএইচ জুরিখ-এর শিক্ষার্থী এবং জুরিখ বিশ্ববিদ্যালয়-এ অধ্যাপক। তিনি ১৯১৩ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম 'অজৈব রসায়নবিদ' যিনি এই পুরস্কার বিজয়ী হন এবং ১৯৭৩ সাল পর্যন্ত একমাত্র[1]

আলফ্রেড ওয়ের্নার
জন্ম১২ ডিসেম্বর ১৮৬৬
মলহাউস, আলসেক
মৃত্যু১৫ নভেম্বর ১৯১৯(1919-11-15) (বয়স ৫২)
জুরিখ, সুইজারল্যান্ড
জাতীয়তাসুইস
কর্মক্ষেত্রঅজৈব রসায়ন
প্রতিষ্ঠানজুরিখ বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রজুরিখ বিশ্ববিদ্যালয়
ইটিএইচ জুরিখ
পিএইচডি উপদেষ্টাআর্থার রুডল্ফ হ্যান্থজ, মার্সেলিন বার্থেলট
পরিচিতির কারণকনফিগারেশন অফ ট্রন্সিশন্যাল মেটাল কম্প্লেক্স
উল্লেখযোগ্য
পুরস্কার
রসায়নে নোবেল পুরস্কার (১৯১৩)

জীবনী

তিনি জুরিখ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যুক্ত ছিলেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.