থিওডোর উইলিয়াম রিচার্ডস
থিওডোর উইলিয়াম রিচার্ডস রসায়নে নোবেল বিজয়ী প্রথম মার্কিন বিজ্ঞানী। বিপুল সংখ্যক মৌলের সঠিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়।
থিওডোর উইলিয়াম রিচার্ডস | |
---|---|
![]() | |
জন্ম | জার্মানটাউন, পেন্সিলভানিয়া | ৩১ জানুয়ারি ১৮৬৮
মৃত্যু | ২ এপ্রিল ১৯২৮ ৬০) কেমব্রিজ, ম্যাসাচুসেটস | (বয়স
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
কর্মক্ষেত্র | ভৌত রসায়ন |
প্রতিষ্ঠান | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | Haverford College হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | Josiah Parsons Cooke |
পিএইচডি ছাত্ররা | গিলবার্ট নিউটন লুইস Farrington Daniels Malcolm Dole চার্লস ফেলপস স্মিথ |
পরিচিতির কারণ | পারমাণবিক ভরs তাপরসায়ন তড়িতরসায়ন |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯১৪) |
জীবনী
রিচার্ডস জার্মানটাউন, ফিলাডেলফিয়া পেন্সিলভানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮৮৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯০১ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর রসায়ন বিভাগের অধ্যাপক পদে উন্নীত হন। ১৯০৩ সালে তিনি এই বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
গবেষণা
তার বৈজ্ঞানিক গবেষণার অধিকাংশ সময় জুড়েই রয়েছে পারমাণবিক ভর।
সম্মাননা=
- ফ্যারাডে মেডেল (১৯১১)
- প্রেসিডেন্ট অব দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটি (১৯১৪)
- ফ্রাঙ্কলিন মেডেল (১৯১৬)
- ল্যাভয়সিয়ে মেডেল (১৯২২)
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.