চার্লস ফেলপস স্মিথ

চার্লস ফেলপস স্মিথ
জন্ম(১৮৯৫-০২-১০)১০ ফেব্রুয়ারি ১৮৯৫
Clinton, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু১৮ মার্চ ১৯৯০(1990-03-18) (বয়স ৯৫)
Bozeman, মন্টানা, মার্কিন যুক্তরাষ্ট্র
বাসস্থানপ্রিন্সটন, নিউ জার্সি
নাগরিকত্বমার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাথিওডোর উইলিয়াম রিচার্ডস
পিএইচডি ছাত্ররাWilliam O. Baker
উল্লেখযোগ্য
পুরস্কার
Medal of Freedom (1947)
Nichols Medal (1954)

চার্লস ফেলপস স্মিথ একজন মার্কিন রসায়নবিজ্ঞানী।

জীবনী

স্মিথ ১৮৯৫ সালের ১০ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯১৬ সালে ব্যাচেলর অব আর্টস এবং ১৯১৭ সালে মাস্টার অব আর্টস ডিগ্রি লাভ করেন। তিনি ১৯২১ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এ ১৯২০ সালে ইন্সট্রাক্টর হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯২৩ সালে সহকারী অধ্যাপক, ১৯২৭ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৩৮ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৬৩ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.