এরিক এলিন কর্নেল
এরিক এলিন কর্নেল একজন নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
এরিক এলিন কর্নেল | |
---|---|
![]() কর্নেল, জুন ২০১৫ | |
জন্ম | পালো অল্টো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র | ১৯ ডিসেম্বর ১৯৬১
বাসস্থান | বোল্ডার, কলোরাডো, যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার National Institute of Standards and Technology (NIST) JILA |
প্রাক্তন ছাত্র | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | বোস-আইনস্টাইন ঘনীভবন |
উল্লেখযোগ্য পুরস্কার | বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার (১৯৯৭) লোরেন্ৎস পদক (১৯৯৮) ![]() Benjamin Franklin Medal in Physics (২০০০) |
জীবনী
কর্নেল ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে জন্মগ্রহণ করেন। হাই স্কুল শেষে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ ভর্তি হন। ১৯৮৫ সালে তিনি অনার্স এবং ডিস্টিংশন নিয়ে গ্র্যাজুয়েট হন। তিনি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৯০ সালে পিইচডি ডিগ্রি অর্জন করেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.