জর্জ এফ স্মুট

জর্জ ফিট্‌জারেল্ড স্মুট ৩ মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যোতিঃপদার্থবিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ এবং পদার্থবিজ্ঞানী। তিনি ২০০৬ সালে বিজ্ঞানী জন সি. ম্যাথারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণার মূল বিষয় মহাজাগতিক ক্ষুদ্রতরঙ্গ পটভূমি বিকিরণ। এই বিকিরণের এনিসোট্রপির মধ্যে কৃষ্ণ বস্তু বিকিরণ আবিষ্কারের জন্যই নোবেল পুরস্কার লাভ করেন। এই গবেষণার ফলেই কোবে নামক কৃত্রিম উপগ্রহ দ্বারা মহা বিস্ফোরণ তত্ত্বের প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়েছে। নোবেল কমিটির মতে কোবে প্রকল্প বিশ্বতত্ত্বকে আধুনিক এবং সূক্ষ্ণ বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।[1]

জর্জ ফিট্‌জারেল্ড স্মুট
লরেন্স বার্কলি ন্যাশনাল ল্যাবরেটরিতে নোবেল পুরস্কার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মুট
জন্ম (1945-02-20) ২০ ফেব্রুয়ারি ১৯৪৫
ইউকন, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
বাসস্থান ফ্রান্স
জাতীয়তা মার্কিন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞানী
প্রতিষ্ঠানইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
লরেন্স বার্কলি ন্যাশনাল ল্যাবরেটরি
প্রাক্তন ছাত্রম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
পরিচিতির কারণমহাজাগতিক ক্ষুদ্রতরঙ্গ পটভূমি বিকিরণ
উল্লেখযোগ্য
পুরস্কার

তথ্যসূত্র

  1. "Information for the public" (PDF)। The Royal Swedish Academy of Sciences। ২০০৬-১০-০৩। সংগ্রহের তারিখ ২০০৬-১০-০৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.