জর্জ এলউড স্মিথ
জর্জ এলউড স্মিথ (জন্ম: ১০ মে, ১৯৩০) একজন মার্কিন বিজ্ঞানী, চার্জ কাপল্ড ডিভাইস এর সহ-উদ্ভাবক। চার্জ কাপল্ড ডিভাইস উদ্ভাবনের জন্য তিনি ২০০৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
জর্জ এলউড স্মিথ | |
---|---|
![]() স্মিথ ২০০৯ সালে | |
জন্ম | নিউ ইয়র্ক | ১০ মে ১৯৩০
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
কর্মক্ষেত্র | ফলিত পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | বেল ল্যাবস |
প্রাক্তন ছাত্র | শিকাগো বিশ্ববিদ্যালয় (পিএইচডি ১৯৫৯) পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় (বিএসসি ১৯৫৫) |
পরিচিতির কারণ | চার্জ কাপল্ড ডিভাইস |
উল্লেখযোগ্য পুরস্কার | স্টুয়ার্ট ব্যালেন্টাইন পদক (১৯৭৩) IEEE Morris N. Liebmann Memorial Award (১৯৭৪) ড্র্যাপার প্রাইজ (২০০৬) ![]() |
জীবনী
স্মিথ নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৫ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। ১৯৫৯ সালে মাত্র তিন পৃষ্ঠার অভিসন্দর্ভে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি নিউ জার্সির বেল ল্যাবসে ১৯৫৯ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত কাজ করেন। তিনি ১২টিরও বেশি প্যাটেন্টের অধিকারী। ১৯৬৯ সালে উইলার্ড বয়েলের সাথে যৌথভাবে চার্জ কাপল্ড ডিভাইস উদ্ভাবন করেন।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.