পিয়ের ক্যুরি

পিয়ের ক্যুরি[1] (ফরাসি: Pierre Curie) (১৫ই মে, ১৮৫৯ - ১৯শে এপ্রিল, ১৯‌‌০৬) একজন ফরাসি পদার্থবিজ্ঞানী ছিলেন। ১৯০৩ সালে তিনি তার স্ত্রী মারি ক্যুরির সাথে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

পিয়ের ক্যুরি
পিয়ের ক্যুরি
জন্মমে ১৫, ১৮৫৯
প্যারিস, ফ্রান্স
মৃত্যু১৯ এপ্রিল ১৯০৬(1906-04-19) (বয়স ৪৬)
প্যারিস, ফ্রান্স
বাসস্থান France
জাতীয়তা ফরাসি
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞানী
প্রতিষ্ঠানসর্বন বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রসর্বন
পিএইচডি ছাত্ররাPaul Langevin
André-Louis Debierne
Marguerite Catherine Perey
পরিচিতির কারণতেজস্ক্রিয়তা
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯০৩)
টীকা
মারি ক্যুরির সাথে তাঁর বিয়ে হয়।

প্রাথমিক জীবন

পিয়ের ক্যুরি ১৫ মে ১৮৫৯ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল ইউজিন ক্যুরি (২৮ আগস্ট ১৮২৭-২৫ ফেব্রুয়ারি ১৯১০)। তার মায়ের নাম ছিল শোফি-ক্লেয়ার ক্যুরি (১৫ জানুয়ারি ১৮৩২-২৭ সেপ্টেম্বর ১৮৯৭)। তিনি তার প্রাথমিক শিক্ষা লাভ করেন তার বাবার কাছ থেকে যিনি ছিলেন একজন ডাক্তার। ছোটবেলাতেই তার গণিতে দক্ষতা ছিল। বিশেষ করে জ্যামিতি। মাত্র ১৬ বছর বয়সেই তিনি গণিতে ডিগ্রি লাভ করেন।[2]

পাদটীকা

  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  2. Quinn, Susan (১৯৯৬)। Marie Curie : a life। Reading, Mass.: Addison-Wesley। আইএসবিএন 978-0201887945।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.