মার্টিন লুইস পার্ল
মার্টিন লুইস পার্ল একজন মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি টাউ লেপটন আবিষ্কারের জন্য ১৯৯৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।
মার্টিন লুইস পার্ল | |
---|---|
![]() মার্টিন লুইস পার্ল | |
জন্ম | নিউ ইয়র্ক সিটি | ২৪ জুন ১৯২৭
মৃত্যু | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ৮৭) Palo Alto, ক্যালিফোর্নিয়া | (বয়স
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | মিশিগান বিশ্ববিদ্যালয় স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী লিভারপুল বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | NYU-Poly and কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | ইসিদোর ইজাক রাবি |
পিএইচডি ছাত্ররা | সামুয়েল ছাও ছুং থিং |
পরিচিতির কারণ | টাউ লেপটন |
উল্লেখযোগ্য পুরস্কার | ![]() |
জীবনী
পার্ল ১৯৫৫ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন ১৯৪৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী রাবি। তিনি তার কর্মজীবনের অধিকাংশ সময় মিশিগান বিশ্ববিদ্যালয় এবং স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী এ ব্যয় করেন। সম্প্রতি তিনি লিভারপুল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।
সম্মাননা
সম্মানসূচক ডক্টরেট, ইউনিভার্সিটি অব বেলগ্রেড, ২০০৯
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- Biography and Bibliographic Resources, from the Office of Scientific and Technical Information, United States Department of Energy
- Nobel autobiography
- Personal blog: Reflections on Physics
- U.S. Patent 5943075 Universal fluid droplet ejector (Martin Lewis Perl)
- U.S. Patent 5975682 Two-dimensional fluid droplet arrays generated using a single nozzle (Martin Lewis Perl)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.