মার্টিন লুইস পার্ল

মার্টিন লুইস পার্ল একজন মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি টাউ লেপটন আবিষ্কারের জন্য ১৯৯৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।

মার্টিন লুইস পার্ল
মার্টিন লুইস পার্ল
জন্ম (1927-06-24) ২৪ জুন ১৯২৭
নিউ ইয়র্ক সিটি
মৃত্যু৩০ সেপ্টেম্বর ২০১৪(2014-09-30) (বয়স ৮৭)
Palo Alto, ক্যালিফোর্নিয়া
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানমিশিগান বিশ্ববিদ্যালয়
স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী
লিভারপুল বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রNYU-Poly and কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাইসিদোর ইজাক রাবি
পিএইচডি ছাত্ররাসামুয়েল ছাও ছুং থিং
পরিচিতির কারণটাউ লেপটন
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৫)

জীবনী

পার্ল ১৯৫৫ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন ১৯৪৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী রাবি। তিনি তার কর্মজীবনের অধিকাংশ সময় মিশিগান বিশ্ববিদ্যালয় এবং স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী এ ব্যয় করেন। সম্প্রতি তিনি লিভারপুল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।

সম্মাননা

সম্মানসূচক ডক্টরেট, ইউনিভার্সিটি অব বেলগ্রেড, ২০০৯

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.