স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সেলারেটর ল্যাবরেটরি

স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী প্রকৃতপক্ষে স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর সেন্টার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি গবেষণাকেন্দ্র।

SLAC at Stanford University
স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী
স্থাপিত1962
গবেষণার ধরণভৌত বিজ্ঞানসমূহ
বাজেট$৩৫০ মিলিয়ন (২০১২)[1]
গবেষণার ক্ষেত্রঅ্যাক্সিলারেটর ফিজিক্স
ফোটন বিজ্ঞান
পরিচালকChi-Chang Kao
স্টাফ১৭০০
ঠিকানা2575 Sand Hill Rd.
Menlo Park, CA 94025
অবস্থানমেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
ক্যাম্পাস৪২৬ একর
ডাক নামস্ল্যাক
অন্তর্ভুক্তিইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এনার্জি
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
নোবেল বিজয়ীবার্টন রিখটার
রিচার্ড এডওয়ার্ড টেইলর
মার্টিন লুইস পার্ল
ওয়েবসাইটwww.slac.stanford.edu

ইতিহাস

স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর সেন্টার ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর মূল ক্যাম্পাসের পশ্চিমে ৪২৬ একর জায়গা জুড়ে অবস্থিত। এর প্রধান অ্যাক্সিলারেটর ২ মাইল লম্বা এবং এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লিনিয়ার অ্যাক্সিলারেটর। ২০০৫ সালের তথ্য অনুযায়ী, স্ল্যাকে ১০০০ এর অধিক মানুষ কাজ করে, এর মধ্যে প্রায় ১৫০ জন পদার্থবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রিধারী।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.