ফেলিক্স ব্লখ

ফেলিক্স ব্লখ সুইজ পদার্থবিজ্ঞানী যদিও তার কর্মজীবন কেটেছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৫২ সালে তিনি বিজ্ঞানী এডওয়ার্ড মিল্‌স পারসেলের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। "নিউক্লিয় চৌম্বক ক্ষেত্রে সূক্ষ্ণ পরিমাপের জন্য নতুন পদ্ধতি উদ্ভাবন এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য আবিষ্কার" ছিল তাদের গবেষণার মূল বিষয় যেজন তারা এই পুরস্কার লাভ করেন।

ফেলিক্স ব্লখ
জন্ম(১৯০৫-১০-২৩)২৩ অক্টোবর ১৯০৫
জুরিখ, সুইজারল্যান্ড
মৃত্যু১০ সেপ্টেম্বর ১৯৮৩(1983-09-10) (বয়স ৭৭)
জুরিখ, সুইজারল্যান্ড
বাসস্থান সুইজারল্যান্ড
যুক্তরাষ্ট্র
জাতীয়তা সুইজ
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞানী
প্রতিষ্ঠানস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
প্রাক্তন ছাত্রইটিএইচ জুরিখ
লিপজিগ বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাভের্নার হাইজেনবের্গ
পরিচিতির কারণএনএমআর
উল্লেখযোগ্য
পুরস্কার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫২)

জীবনী

ব্লখ জুরিখে জন্মগ্রহণ করেন।

তথ্যসূত্র

  • ফিজিক্স টুডে ১৯৮৪, 37(3), pp. 115–116.
  • ন্যাচার ১৯৫২, 170, pp. 911–912.
  • ন্যাচার ১৯৫৪, 174, pp. 774–775.
  • ম্যাকগ্র-হিল মডার্ন মেন অফ সাইন্স, ম্যাকগ্র-হিল, ১৯৬৬, খণ্ড ১, pp. 45–46.
  • ন্যাশনাল সাউক্লোপিডিয়া অফ আমেরিকান বায়োগ্রাফি, James T. White & Co., 1921-1984, vol. I, pp. 310–312.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.