উইলিয়াম লরেন্স ব্র্যাগ

স্যার উইলিয়াম লরেন্স ব্র্যাগ(ইংরেজিঃ William Lawrence Bragg)(জন্মঃ ৩১ মার্চ ১৮৯০, মৃত্যুঃ ১ জুলাই ১৯৭১) সিএইচ, এফআরএস অস্ট্রেলীয় বংশোদ্ভুত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী যিনি ১৯১৫ সালে পিতা উইলিয়াম হেনরি ব্র্যাগ-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি এযাবৎকালের মধ্যে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি। তিনি মাত্র ২৫ বছর বয়সে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। কেমব্রিজের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে গবেষণা চালিয়ে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক যখন ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন তখন তিনি এই ল্যাবরেটরির পরিচালক ছিলেন।

উইলিয়াম লরেন্স ব্র্যাগ(William Lawrence Bragg)
জন্মমার্চ ৩১ ১৮৯০
North Adelaide, দক্ষিণ অস্ট্রেলিয়া
মৃত্যুজুলাই ১ ১৯৭১
Ipswich, Suffolk, ইংল্যান্ড
বাসস্থান অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য
জাতীয়তা অস্ট্রেলীয়- ইংরেজ
প্রতিষ্ঠানভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রঅ্যাডেলেড বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাJ.J. Thompson
উইলিয়াম হেনরি ব্র্যাগ
পিএইচডি ছাত্ররাJohn Crank
Ronald Wilfried Gurney
পরিচিতির কারণএক্স-রশ্মি অপবর্তন
টীকা
এপর্যন্ত সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। তিনি ২৫ বছর বয়সে নোবেল পুরস্কার লাভ করেন। উইলিয়াম হেনরি ব্র্যাগের পুত্র। ১৯১৯-এর পূর্ব পর্যন্ত কেমব্রিজে পিএইচডি ছিলনা। তাই উপদেষ্টারা তার মাস্টার্স-এর উপদেষ্টা ছিলেন।

কালপঞ্জি

পুরস্কারসমূহ

তথ্যসূত্র

জীবনী: "Light Is A Messenger, the life and science of William Lawrence Bragg" by Graeme Hunter, আইএসবিএন ০-১৯-৮৫২৯২১-X; Oxford University Press, 2004.

Ridley, Matt; "Francis Crick: Discoverer of the Genetic Code (Eminent Lives)" first published in July 2006 in the USA and then in the UK. September 2006, by HarperCollins Publishers; 192 pp, আইএসবিএন ০-০৬-০৮২৩৩৩-X; [This short book is in the publisher's "Eminent Lives" series.]

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.