পার্সি উইলিয়াম্‌স ব্রিজম্যান

পার্সি উইলিয়ামস ব্রিজম্যান (এপ্রিল ২১, ১৮৮২ - আগস্ট ২০, ১৯৬১) মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি ১৯৪৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল উচ্চ চাপের পদার্থবিজ্ঞান। তিনি বিজ্ঞানের দর্শন এবং বৈজ্ঞানিক পদ্ধতি সম্বন্ধে বহু মৌলিক গবেষণাপত্র এবং প্রবন্ধ রচনা করেছেন।

পার্সি উইলিয়াম্‌স ব্রিজম্যান
জন্ম(১৮৮২-০৪-২১)২১ এপ্রিল ১৮৮২
কেমব্রিজ, ম্যাসাচুসেট্‌স, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২০ আগস্ট ১৯৬১(1961-08-20) (বয়স ৭৯)
Randolph, নিউ হ্যাম্প্‌শায়ার, মার্কিন যুক্তরাষ্ট্র
আত্মহত্যা
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাWallace Clement Sabine
পিএইচডি ছাত্ররাFrancis Birch
Gerald Holton
জন ক্লার্ক স্লেটার
জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক
পরিচিতির কারণHigh Pressure Physics
উল্লেখযোগ্য
পুরস্কার
Rumford Prize (১৯১৭)
Elliott Cresson Medal (১৯৩২)
Comstock Prize in Physics (১৯৩৩)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৪৬)
Fellow of the Royal Society (১৯৪৯)
Bingham Medal (১৯৫১)

জীবনী

ব্রিজম্যান ১৯০০ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন এবং পিএইচডি ডিগ্রী লাভ পর্যন্ত এখানেই অধ্যয়ন করেন। ১৯১০ সালে তিনি হার্ভার্ডের শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯১৯ সালে অধ্যাপক পদে পদোন্নতী পান এবং অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত এই পদেই বহাল ছিলেন। ১৯০৫ সালে তিনি উচ্চ চাপে পদার্থের ধর্ম বিষয়ে গবেষণা শুরু করেন। একটি যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় তাকে এর মেরামত করতে হয়। মেরামত করতে গিয়ে তিনি সম্পূর্ণ নতুন আরেকটি যন্ত্র তৈরি করেন যা ১০০,০০০ কিলোগ্রাম-বল প্রতি বর্গ সেন্টিমিটার পর্যন্ত চাপের সৃষ্টি করতে সক্ষম ছিল। এই চাপের মান আন্তর্জাতিক এককে প্রায় ১০ গিগাপ্যাসকেল। এর আগের যন্ত্রগুলো মাত্র ৩০০০ কেজিএফ/বর্গসেমি পর্যন্ত চাপ তুলতে পারতো। এই যন্ত্রের উদ্ভাবণের মাধ্যমে তিনি অনেকগুলো নতুন জিনিস খুঁজে পান। এর মধ্যে ছিল তড়িৎ রোধ, তরল এবং কঠিন অবস্থার উপর চাপের প্রভাব। ব্রিজম্যান কেলাসের ধর্ম এবং ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিতার উপর গবেষণার জন্যও বিখ্যাত হয়ে আছেন। তিনি ব্রিজম্যান সিল-এর উন্নয়ন ঘটান যার অন্য নাম হচ্ছে ব্রিজম্যানের তাপগতীয় সমীকরণ

উল্লেখযোগ্য রচনাবলী

  • ১৯২২: Dimensional Analysis. Yale University Press
  • ১৯২৭: The Logic of Modern Physics. Beaufort Books. Online excerpt.
  • ১৯৩৪: Thermodynamics of Electrical Phenomena in Metals and a Condensed Collection of Thermodynamic Formulas. MacMillan.
  • ১৯৩৬: The Nature of Physical Theory. John Wiley & Sons.
  • ১৯৩৮: The Intelligent Individual and Society. MacMillan.
  • ১৯৪১: The Nature of Thermodynamics. Harper & Row, Publishers.
  • ১৯৫২: The Physics of High Pressure. G. Bell.
  • ১৯৫৯: The Way Things Are. Harvard Univ. Press.
  • ১৯৬২: A Sophisticate's Primer of Relativity. Routledge & Kegan Paul.
  • ১৯৬৪: Collected experimental papers. Harvard University Press.
  • ১৯৮০: Reflections of a Physicist. Arno Press; আইএসবিএন ০-৪০৫-১২৫৯৫-X

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.