হেনরি ওয়ে কেন্ডাল
হেনরি ওয়ে কেন্ডাল (৯ ডিসেম্বর, ১৯২৬ - ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৯) মার্কিন পদার্থবিজ্ঞানী ছিলেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে জেরোম আইজ্যাক ফ্রিডম্যান এবং রিচার্ড টেইলর-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাদের নোবেল পুরস্কার প্রাপ্তির কারণ হিসেবে নোবেল কমিটি উল্লেখ করেছে, প্রোটন এবং আবদ্ধ নিউট্রনের উপর ইলেকট্রনের গভীর অস্থিতিস্থাপক বিচ্ছুরণ বিষয়ে অগ্রগামী গবেষণা, যা কণা পদার্থবিজ্ঞানের কোয়ার্ক নকশা উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে।
হেনরি ওয়ে কেন্ডাল | |
---|---|
![]() Henry Kendall climbing in Yosemite Valley. Photo by Tom Frost. | |
জন্ম | বোস্টন, ম্যাসাচুসেটস | ৯ ডিসেম্বর ১৯২৬
মৃত্যু | ফেব্রুয়ারি ১৫, ১৯৯৯ ৭২) Wakulla Springs State Park, ফ্লোরিডা | (বয়স
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | অ্যামহার্স্ট কলেজ, ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি |
পিএইচডি উপদেষ্টা | Martin Deutsch |
উল্লেখযোগ্য পুরস্কার | ![]() |
জীবনী
কেন্ডালের শিক্ষা জীবন শুরু হয় ডিয়ারফিল্ড একাডেমি থেকে। এরপর আমহার্স্ট কলেজে পড়াশোনা করেন। কর্মজীবনের অধিকাংশ সময়ই এমআইটিতে (ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকসোলজি) শিক্ষকতা করে কাটান।
বহিঃসযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.