১৫ ফেব্রুয়ারি

১৫ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৬তম দিন। বছর শেষ হতে আরো ৩১৯ (অধিবর্ষে ৩২০) দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮

ঘটনাবলী

জন্ম

  • ১৫৬৪ - গ্যালিলিও গ্যালিলি, ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী (মৃত্যু ১৬৪২)।
  • ১৭১০ - পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা (মৃত্যু ১৭৭৪)।
  • ১৭৫৯ - ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক (মৃত্যু ১৮২৪)।
  • ১৮২০ - সুসান বি. এন্থনি, আমেরিকান সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী (মৃত্যু ১৯০৬)।
  • ১৮২৫ - কার্টার হ্যারিসন সিনিয়র, আমেরিকান রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র (মৃত্যু ১৮৯৩)।
  • ১৮৬১ - আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ইংরেজ গণিতবিদ ও দার্শনিক (মৃত্যু ১৯৪৭)।
  • ১৮৭৪ - আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী (মৃত্যু ১৯২২)।
  • ১৯১৬ - শাহ আবদুল করিম, একজন বাংলাদেশি বাউল গানের শিল্পী।
  • ১৯২১ - রাধা কৃষ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক (মৃত্যু ১৯৮৫)।
  • ১৯৩১ - ক্লেয়ার ব্লুম, ইংরেজ অভিনেত্রী।
  • ১৯৩৫ - সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা, এবং একজন আমূল নারীবাদী তাত্ত্বিক।
  • ১৯৪০ - হামজা হাজ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৯ম উপরাষ্ট্রপতি।
  • ১৯৪৭ - কাজী হায়াৎ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।

মৃত্যু

  • ৭০৬ - লেওন্টিওস, বাইজেন্টাইন সম্রাট
  • ৭০৬ - তৃতীয় টাইবেরিয়াস, বাইজেন্টাইন সম্রাট
  • ১১৪৫ - পোপ দ্বিতীয় লুসিয়াস
  • ১৮৪২ - আলফ্রেড মেনজিস, স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী (জন্ম ১৭৫৪)
  • ১৮৬৯ - মির্জা গালিব, ভারতীয় কবি (জন্ম ১৭৯৬)
  • ১৯৪৮ - সুভদ্রা কুমারি চৌহান ভারতীয় কবি (জন্ম ১৯০৪)
  • ১৯৫৯ - ওয়েন উইলান্স রিচার্ডসন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী (জন্ম ১৮৭৯)
  • ১৯৮৮ - রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
  • ১৯৯৯ - হেনরি ওয়ে কেন্ডাল, আমেরিকান পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী (জন্ম ১৯২৬)
  • ২০০২ - হাওয়ার্ড‌ কে. স্মিথ, আমেরিকান সাংবাদিক ও অভিনেতা (জন্ম ১৯১৪)
  • ২০১৯ - বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.