৬ সেপ্টেম্বর
৬ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৯তম (অধিবর্ষে ২৫০তম) দিন। বছর শেষ হতে আরো ১১৬ দিন বাকি রয়েছে।
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | |||||
২০১৯ |
ঘটনাবলী
জন্ম
- ১৮৭৬ - জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ। (মৃ. ১৯৩৫)
- ১৮৯২ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৬৫)
- ১৯০৬ - লুইস ফেদেরিকো লেলইর, আর্জেন্টিনীয় চিকিৎসক ও জৈবরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৭)
- ১৯১৩ - লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার। (মৃ. ২০০৪)
- ১৯১৭ - জর্জ মান, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ২০০১)
- ১৯৪২ - রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৪৯ - রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।
- ১৯৬৪ - রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।
- ১৯৬৮ - সাঈদ আনোয়ার, পাকিস্তানি ক্রিকেটার।
- ১৯৭২ - ইদ্রিস এলবা, ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে।
- ১৯৭৬ - নাওমি হ্যারিস, ইংরেজ অভিনেত্রী।
- ১৯৯৫ - মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।
মৃত্যু
- ১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক। (জ. ১৯৩৯)
- ১৯৫৯ - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা। (জ. ১৮৭৭)
- ১৯৮৯ - মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশী চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা। (জ. ১৯১১)
- ১৯৯০ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯১৬)
- ১৯৯৬ - সালমান শাহ, বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (জ. ১৯৭১)
- ১৯৯৭ - পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক। (জ. ১৯১৮)
- ১৯৯৮ - আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯১০)
ছুটি ও অন্যান্য
- ডায়াবেটিস সেবা দিবস ৷
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ৬ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.