১ নভেম্বর

১ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৫তম (অধিবর্ষে ৩০৬তম) দিন। বছর শেষ হতে আরো ৬০ দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

ঘটনাবলী

  • ১৫১২ - সিস্টিন চ্যাপেল এর ছাদের চিত্রাঙ্কন যা মাইকেলেঞ্জেলো এঁকেছেন, জনগনের জন্য প্রথমবারের মত উম্মুক্ত করে দেয়া হয়।
  • ১৬০৪ - উইলিয়াম শেক্সপিয়ার এর ট্রাজেডী ওথেলো প্রথম বারের মত মঞ্চায়িত হয়, হোয়াইটহল প্যালেস, লন্ডন
  • ১৬১১ - উইলিয়াম শেক্সপিয়ার রোম্যান্টিক কমেডী টেমপেস্ট প্রথম বারের মত মঞ্চায়িত হয়, হোয়াইটহল প্যালেস, লন্ডন
  • ১৭৫৫ - পর্তুগালের লিসবনে ভূমিকম্পের আঘাতে ৬০ হাজার লোকের মৃত্যু হয়।
  • ১৭৯৪ - ‘ক্যালকাটা মান্থলি জার্নাল’ নামে মাসিক পত্রিকা প্রকাশণা শুরু হয়।
  • ১৮০০ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন অ্যাডামস হলেন দেশটির প্রথম রাষ্ট্রপতি যিনি দি এক্সিকিউটিভ ম্যানসন এ থাকা শুরু করেন (পরবর্তীকালে যার নাম হয় হোয়াইট হাউস)
  • ১৮২১ - পানামার ভূখণ্ড স্পেনের উপনিবেশিক কবল থেকে মুক্ত হয়ে কলোম্বিয়ার সাথে যুক্ত হয়।
  • ১৮৫৮ - ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে।
  • ১৮৬৪ - প্রথম পোষ্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।
  • ১৮৮০ - কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়।
  • ১৮৯৭ - ইতালীয় ফূটবল দল জুভেন্টাস ফুটবল ক্লাব গঠিত হয়।
  • ১৯১৩ - সানফ্রান্সিসকোতে হরদালের নেতৃত্বে গদর (বিপ্লবী) আন্দোলনের সূচনা হয়।
  • ১৯২৪ - মঙ্গোলীয় প্রজাতন্ত্রের জন্ম হয়।
  • ১৯৪৪ - আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা (ICAO) গঠিত হয়।
  • ১৯৫৪ - আহমদ বিন বালার নেতৃত্বে আলজেরিয়ায় স্বাধীনতাকামী যুদ্ধ শুরু হয়।
  • ১৯৫৫ - পর্তুগালে ভূমিকম্পে ৩০ হাজার লোক নিহত হয়।
  • ১৯৬৩ - দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি নগো দিন দিয়েম নিহত হন।
  • ১৯৭৯ - বলিভিয়ার সেনাবাহিনীর ক্ষমতা দখল করে।
  • ১৯৮১ - অ্যান্টিগুয়া ও বারমুডা স্বাধীন হয়।
  • ২০০৭ - বাংলাদেশের বিচার বিভাগ কে নির্বাহি বিভাগ হতে আলাদা করা হয়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.