আবু ইসহাক

আবু ইসহাক(ইংরেজি: Abu Ishak) (জন্ম: ১ নভেম্বর, ১৯২৬ (১৫ কার্তিক, ১৩৩৩ বাংলা) তৎকালীন মাদারিপুর (বর্তমান শরিয়তপুর জেলা) নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে, মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০০৩, ঢাকায়); তিনি একজন বাংলাদেশী গ্রন্থকার।[1] তিনি ১৯৪৬ সালে, মাত্র বিশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে,[1] এটি একটি সামাজিক উপন্যাস।

আবু ইসহাক
জন্ম১ নভেম্বর, ১৯২৬
মৃত্যু১৬ ফেব্রুয়ারি, ২০০৩
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পরিচিতির কারণবাংলাদেশী লেখক
পুরস্কারএকুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার

ব্যক্তি জীবন

আবু ইসহাক ১৯৪২ সালে স্কলারশিপ নিয়ে মেট্রিক এবং ১৯৪৪ সালে আই.এ পাশ করেন। ১৯৬০ সালে পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তিনি আমলা পর্যায়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং বিদেশে কূটনৈতিক পদে নিয়োজিত ছিলেন। দেশের বাইরে আকিয়াবকলকাতায় বাংলাদেশ দূতাবাসে ভাইস-কনসাল ও ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

গ্রন্থ

উপন্যাস

গল্প

পুরস্কার

তথ্যসূত্র

  1. "'সূর্য দীঘল বাড়ী' থেকে বর্তমানের কথাসাহিত্যে আবু ইসহাক"দৈনিক যায়যায় দিন। ঢাকা, বাংলাদেশ। ০৩ মার্চ , ২০১১। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১১ অজানা প্যারামিটার |Author= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "Agunpakhi: Chronicle of a Life, Place and Time"The Dailystar। Dhaka, Bangladesh। ১৪ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১১ অজানা প্যারামিটার |Author= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  3. "The red and green silver screen"The Dailystar। Dhaka, Bangladesh। 04 February 2006। সংগ্রহের তারিখ 11 September 2011 অজানা প্যারামিটার |Author= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. সূর্য-দীঘল বাড়ী|লেখক:আবু ইসহাক|প্রকাশক: নওরোজ সাহিত্য সম্ভার|ISBN 978-984-702-134-8

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.