১৪ জুলাই
১৪ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৫তম (অধিবর্ষে ১৯৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৭০ দিন বাকি রয়েছে।
<< | জুলাই | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ | |||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯৫৮ - ইরাকে ১৪ জুলাই বিপ্লব সংঘটিত হয়; রাজতন্ত্র বিলুপ্ত করে ইরাককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
জন্ম
- ১৮৭৪ - অঁদ্রে-লুই দ্যবিয়ের্ন, ফরাসি রসায়নবিদ। (মৃ. ১৯৪৯)
- ১৯১৩ - জেরাল্ড ফোর্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম রাষ্ট্রপতি। (মৃ. ২০০৬)
- ১৯১৮ - ইংমার বারিমান, সুয়েডীয় মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক। (মৃ. ২০০৭)
- ১৯২৩ - ডেল রবার্টসন, মার্কিন অভিনেতা। (মৃ. ২০১৩)
- ১৯২৮ - ন্যান্সি ওলসন, মার্কিন অভিনেত্রী।
- ১৯৩২ - জেরল্ড ক্যাট্জ, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক। (মৃ. ২০০২)
- ১৯৫৭ - অলোক বর্মা, ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ৩৭তম প্রধান।
- ১৯৫৭ - আর্থার অ্যালবিস্টন, স্কটিশ ফুটবলার।
- ১৯৬০ - জেন লিঞ্চ, মার্কিন অভিনেত্রী।
- ১৯৬৭ - হাসান তিলকরত্নে, শ্রীলঙ্কান ক্রিকেটার ও রাজনীতিবিদ।
- ১৯৭৬ - জেরাইন্ট জোন্স, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৮২ - বিকাশ রঞ্জন দাস, বাংলাদেশী ক্রিকেটার।
মৃত্যু
- ১৮১৬ - ফ্রান্সিস্কো দে মিরান্ডা, ভেনেজুয়েলীয় বিপ্লবী। (জ. ১৭৫০)
- ১৯৩০ - গবো অ্যাশলে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (জ. ১৮৬২)
- ১৯৫১ - স্যামি জোন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৬১)
- ১৯৫৮ - দ্বিতীয় ফয়সাল, ইরাকের তৃতীয় ও শেষ বাদশাহ। (জ. ১৯৩৫)
- ১৯৯৭ - আবু তাহের, বাংলাদেশি সুরকার।
- ২০১০ - বুলবুল আহমেদ, বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (জ. ১৯৪১)
- ২০১২ - মাজহারুল ইসলাম, বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতিদের মধ্যে অন্যতম। (জ. ১৯২৩)
- ২০১৯ - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ (জ. ১৯৩০)
ছুটি ও অন্যান্য
- বাস্তিল দিবস
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১৪ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.