৫ জুন
৫ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। বছর শেষ হতে আরো ২০৯ দিন বাকি রয়েছে।
<< | জুন | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ||||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: যুক্তরাষ্ট্র কর্তৃক বুলগেরিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।
- ১৯৬৭ - ছয়দিনের যুদ্ধ শুরু।
- ১৯৭২ - সুইডেনের রাজধানী স্টকহোমে 'জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন' শুরু।
জন্ম
- ৪৬৯ খ্রীষ্টপূর্ব - সক্রেটিস গ্রিক দার্শনিক (মৃত্যু ৩৯৯ খ্রীষ্টপূর্ব )
- ১৭২৩ – এডাম স্মিথ, স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক। (মৃ. ১৭৯০)
- ১৮৯৮ - ফেদেরিকো গারসিয়া লোরকা, স্পেনীয় কবি।
- ১৯১১ - জন সি. উডস, নুরেমবার্গ বিচারের মৃত্যুদন্ড কার্যকরকারী আমেরিকান জল্লাদ।
- ১৯৫২ - মুকেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক।
মৃত্যু
- ১৯১০ - ও হেনরি, মার্কিন ছোটগল্পকার। (জ. ১৮৬২)
- ২০০৪ - রোনাল্ড রেগন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি। (জ. ১৯১১)
- ২০১৫ - তারেক আজিজ, ইরাকী রাজনীতিবিদ, ইরাকী বাথ সোশ্যালিষ্ট পার্টির নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী। (জ. ১৯৩৬)
- ২০১১ - আজম খান, বাংলাদেশি পপ সঙ্গীত শিল্পী। (জ. ১৯৫০)
- ২০১২ - রে ব্র্যাডবেরি, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার। (জ. ১৯২০)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ৫ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.