১৭ এপ্রিল
১৭ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৭তম (অধিবর্ষে ১০৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৮ দিন বাকি রয়েছে।
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯৪৬ - ফরাসি দখলদারিত্ব থেকে সিরিয়ার স্বাধীনতা লাভ।
- ১৯৭১- কুষ্টিয়া জেলার (বর্তমানে মেহেরপুর জেলা) বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।
- ১৯৭৫ - কম্বোডিয়ান গৃহযুদ্ধের অবসান, খেমার রুজ রাজধানী প্নম পেন থেকে আটক হয়।
জন্ম
- ১৮৫৩ - অমৃতলাল বসু, বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা।
- ১৯৭২ - মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড়।
- ১৮৩৮ - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনিশ শতকের বাঙালি কবি।
- ১৮৮২ - রবার্ট মরিসন ম্যাকাইভার, একজন স্কটীয় বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী।
- ১৯১৮ - উইলিয়াম হোল্ডেন, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮১)
- ১৯৫৯ - শন বিন, ইংরেজ অভিনেতা।
- ১৯৭২ - জেনিফার গার্নার, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।
- ১৯৮৫ - রুনি মেয়ারা, মার্কিন অভিনেত্রী।
মৃত্যু
- ১৯২৯ - সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা।
- ২০০৮ - এমে সেজায়ার, মার্তিনিকের একজন ফ্রাঙ্কোফোন কবি, লেখক, এবং রাজনীতিবিদ।
ছুটি ও অন্যান্য
- মুজিবনগর দিবস, বাংলাদেশ।
- বিশ্ব হিমোফিলিয়া দিবস ।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১৭ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.