২১ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৪তম (অধিবর্ষে ২৬৫তম) দিন। বছর শেষ হতে আরো ১০১ দিন বাকি রয়েছে।
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | |||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯৬৪ - যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় মাল্টা।
- ১৯৬৫ - গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে।
- ১৯৭১ - ভূটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে।
- ১৯৭৬ - জাতিসংঘে যোগ দেয় সেশেল।
- ১৯৮১ - যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় বেলিজ।
- ১৯৮৪ - ব্রুনাই জাতিসংঘে যোগদান করে।
- ১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় আর্মেনিয়া।
- ২০১৩ - আল-শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।[1]
জন্ম
- ১৮৬৬ - এইচ জি ওয়েল্স, ইংরেজ ঔপন্যাসিক।
- ১৯০১ - লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ।
- ১৯১৯ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।
- ১৯৪৭ - স্টিফেন কিং, মার্কিন লেখক।
- ১৯৫৪ - শিনযো আবে, জাপানী প্রধানমন্ত্রী।
মৃত্যু
- খ্রিস্টপূর্ব ১৯ - পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো, প্রাচীন রোমান কবি।
- ১৮৩২ - ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।
- ১৯৪৪ - গোপাল সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
ছুটি ও অন্যান্য
- স্বাধীনতা দিবস - মাল্টা ১৯৬৪ সালে যুক্তরাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতা দিবস - বেলিজ ১৯৮১ সালে যুক্তরাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতা দিবস - আর্মেনিয়া ১৯৯১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- আন্তর্জাতিক শান্তি দিবস।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২১ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
তথ্যসূত্র
- "Nairobi siege: What we know"। BBC News। ২৩ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.