১৬ সেপ্টেম্বর
১৬ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৯তম (অধিবর্ষে ২৬০তম) দিন। বছর শেষ হতে আরো ১০৬ দিন বাকি রয়েছে।
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | |||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯০৮ - জেনারেল মোটরস কর্পোরেশনের প্রতিষ্ঠা।
জন্ম
- ১৮৫৩ - অ্যালব্রেচ্ট কোসেল, জার্মান প্রাণরসায়নবিজ্ঞানী এবং জিনতত্ত্ব অধ্যয়নের অন্যতম পথিকৃৎ। (মৃত্যুঃ ১৯২৭)
- ১৯২৪ - লরেন বাকল, মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০১৪)
- ১৯৫২ - মিকি রুর্ক, আমেরিকান বক্সার এবং অভিনেতা।
- ১৯৫৬ - ডেভিড কপারফিল্ড (জাদুকর), আমেরিকান যাদুকর এবং অভিনেতা।
মৃত্যু
- ১৯৩১ - ওমর মুখতার, প্রখ্যাত লিবীয় স্বাধীনতাকামী যোদ্ধা।
- ১৯৩২ - রোনাল্ড রস, একজন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ চিকিৎসক।
- ১৯৪৬ - জেমস জিনস, প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।
- ১৯৬৫ - ফ্রেড কুইম্বি, প্রখ্যাত মার্কিন এ্যানিমেশন নির্মাতা।
ছুটি ও অন্যান্য
- বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস ৷
- স্বাধীনতা দিবস - পাপুয়া নিউ গিনি ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১৬ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.