৫ এপ্রিল
৫ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৫তম (অধিবর্ষে ৯৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৭০ দিন বাকি রয়েছে।
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০১৯ |
ঘটনাবলী
জন্ম
- ১৫৮৮ - টমাস হব্স, ইংরেজ দার্শনিক। (মৃ. ১৬৭৯)
- ১৮৮২ - অবিনাশচন্দ্র ভট্টাচার্য ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।
- ১৯০০ - স্পেন্সার ট্রেসি, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৬৭)
- ১৯০১ - মেলভিন ডগলাস, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮১)
- ১৯০৮ - বেটি ডেভিস, মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৮৯)
- ১৯১৬ - গ্রেগরি পেক, মার্কিন অভিনেতা। (মৃ. ২০০৩)
- ১৯২৯ - গোলাম সামদানী কোরায়শী, বাংলাদেশের বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক। (মৃ. ১৯৯১)
- ১৯৩৮ - কলিন ব্ল্যান্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ২০১৮)
- ১৯৪৭ - গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো, ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি।
- ১৯৫৫ - আকিরা তোরিয়ামা, জাপানি মাঙ্গা চিত্রশিল্পী ও ভিডিও গেম শিল্পী।
মৃত্যু
- ১৯৩৯ - উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৪৯)
- ২০০০ - কণিকা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী। (জ. ১৯২৪)
- ২০০৭ - লীলা মজুমদার, ভারতীয় বাঙালি লেখিকা। (জ. ১৯০৮)
- ২০০৮ - চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী। (জ. ১৯২৩)
- ২০০৯ - জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯২০)
ছুটি ও অন্যান্য
- জাতীয় অটিজম দিবস, বাংলাদেশ।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ৫ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.