২২ ডিসেম্বর
২২ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৬তম (অধিবর্ষে ৩৫৭তম) দিন। বছর শেষ হতে আরো নয় দিন বাকি রয়েছে।
<< | ডিসেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ | ||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৬৯৩ - ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।
- ১৭১৬ - ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত।
- ১৮১০ - ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।
- ১৮৫১ - ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।
- ১৮৬৯ - মহারানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্স আলফ্রেডের কলকাতায় আগমন।
- ১৯৩৭ - চালু হয় লিংকন টানেল।
- ১৯৩৯ - জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।
- ১৯৪২ - কলকাতায় জার্মানিদের বিমান আক্রমণ।
- ১৯৪৪ - ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।
- ১৯৫৬ - ফ্রান্স এবং বৃটেন,মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদেরকে মিশর থেকে সরিয়ে নেয়।
- ১৯৫৮ - দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৬৫ - বেলজিয়াম সরকার ছয়টি কয়লাখনি বন্ধ করে দেয়।
- ১৯৭১ - কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।
- ১৯৭১ - বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭১ - বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ।
- ১৯৭২ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।
- ১৯৮৬ - সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।
- ১৯৮৮ - স্কটল্যান্ডের লকারবিতে প্যান আমেরিকান জাম্বো জেট বিমান বিধ্বস্ত। ২৫৯ জন নিহত।
- ১৯৮৯ - রুমানিয়ার রাষ্ট্রপতি চসেস্কু ক্ষমতাচ্যুত হন।
- ১৯৯৩ - দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।
- ১৯৯৫ - ইসরাইলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।
জন্ম
- ১১৭৮ - জাপানের সম্রাট আনটুকু।
- ১৮০৪ - বেঞ্জামিন ডিজরেলি।
- ১৮৮৭ - শ্রীনিবাস রামানুজন, প্রতিভাবান ভারতীয় গণিতবিদ।
- ১৯৮৩ - জেনিফার হকিংস, মিস ইউনিভার্স ২০০৪।
মৃত্যু
- ১৫৭২ - ফরাসি চিত্রশিল্পী ফ্রাঁসোয়া কো।
- ১৬৬৬ - ইতালিয় চিত্রশিল্পী গুয়েরচিনো।
- ১৬৬৮ - ইংরেজ চিত্রকর স্টিফেন।
- ১৮৮০ - ইংরেজ ঔপন্যাসিক জর্জ এলিয়ট।
- ১৯৫৮ - তারকনাথ দাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী।
- ১৯৮৬ - কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন।
- ১৯৮৭ - চীনের দাবা মাস্টার সিয়ে সিয়াসুয়েন।
- ১৯৮৯ - নোবেলজয়ী [১৯৬৯] আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকেট।
- ১৯৯১ - মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর।
- ১৯৯২ - চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল গনেশ ঘোষ।
- ১৯৯৫ - কমিউনিষ্ট নেতা আবদুল হক।
ছুটি ও অন্যান্য
- সশস্র বাহিনী দিবস ভিয়েতনাম
- মা দিবস ইন্দোনেশিয়া
- জাতীয় গণিত দিবস, ভারত
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২২ ডিসেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.