১১ জুন
১১ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬২তম (অধিবর্ষে ১৬৩তম) দিন। বছর শেষ হতে আরো ২০৩ দিন বাকি রয়েছে।
<< | জুন | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ||||||
২০১৯ |
ঘটনাবলী
- খ্রিস্টপূর্ব ১১৮৪ - ইরাথোস থেনিস হিসাব অনুসারে ট্রোজান যুদ্ধে ট্রয় নগরীকে জ্বালিয়ে দেয়া হয়।
জন্ম
- খ্রিস্টপূর্ব ৩২৩ - মহান আলেকজান্ডার, গ্রীক বীর ও সম্রাট।
- ১৮৮৫ - উকিল মুন্সী, বাংলাদেশী বাঙালি গীতিকবি। (মৃ. ১৯৭৮)
- ১৯০৮ - জর্জ পেইন, ইংরেজ সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৭৮)
- ১৯১৯ - রিচার্ড টড, ইংরেজ অভিনেতা। (মৃ. ২০০৯)
- ১৯৩৯ - র্যাচেল হেহো ফ্লিন্ট, ইংরেজ সাবেক প্রমীলা ক্রিকেটার। (মৃ. ২০১৭)
- ১৯৪২ - সোমাচন্দ্র ডি সিলভা]], শ্রীলঙ্কান সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৫১ - কলিস কিং, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।
- ১৯৬২ - মানো মেনেজেস, ব্রাজিলীয় সাবেক ফুটবলার ও কোচ।
- ১৯৮৬ - মিচেল ম্যাকক্লেনাগান, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
- ১৯৮৯ - রিচমন্ড মুতুম্বামি, জিম্বাবুয়ের ক্রিকেটার।
- ১৯৯১ - স্তাফানি টেলর, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
মৃত্যু
- ১৯২৭ - উইলিয়াম অ্যাটওয়েল, ইংরেজ সাবেক ঘরোয়া ক্রিকেটার। (জ. ১৮৬১)
- ১৯২৮ - শৈলেশ্বর বসু, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (জ. ১৮৮৬)
- ১৯৬২ - ছবি বিশ্বাস, ভারতীয় বাঙালি অভিনেতা। (জ. ১৯০০)
- ১৯৭০ - লীলা নাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। (জ. ১৯০০)
- ১৯৭৯ - জন ওয়েন, মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। (জ. ১৯০৭)
- ২০১৬ - ডোনাল্ড কার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯২৬)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১১ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.