৬ এপ্রিল
৬ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৬তম (অধিবর্ষে ৯৭তম) দিন। বছর শেষ হতে আরো ২৬৯ দিন বাকি রয়েছে।
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাবন।
জন্ম
- ১৪৮৩ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী। (মৃ. ১৫২০)
- ১৮৮৩ - চার্লি রবার্টস, ইংরেজ ফুটবলার। (মৃ. ১৯৩৯)
- ১৯২৮ - জেমস ওয়াটসন, মার্কিন আণবিক জীববিজ্ঞানী।
- ১৯৩০ - ডেভ সেক্সটন, ইংরেজ ফুটবলার ও ফুটবল ম্যানেজার।
- ১৯৩১ - সুচিত্রা সেন, ভারতীয় বাঙালি অভিনেত্রী। (মৃ. ২০১৪)
- ১৯৫৬ - মুদাসসর নজর, পাকিস্তানি ক্রিকেটার।
- ১৯৮৫ - লিয়াম প্লাঙ্কেট, ইংরেজ ক্রিকেটার।
মৃত্যু
- ১৫২০ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী। (জ. ১৪৮৩)
- ১৮৯২ - নিল্স হেনরিক আবেল, নরওয়েজীয় গণিতবিদ। (জ. ১৮০২)
- ১৯৭১ - ইগর স্ট্রাভিনস্কি, রুশ সুরকার। (জ. ১৮৮২)
- ১৯৯১ - বিল পন্সফোর্ড, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯০০)
- ১৯৯২ - আইজাক আসিমভ, রুশ লেখক ও শিক্ষাবিদ। (জ. ১৯২০)
- ২০১৪ - মিকি রুনি, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও বেতার ব্যক্তিত্ব। (জ. ১৯২০)
- ২০১৯ - টেলি সামাদ, বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুকাভিনেতা। (জ.১৯৪৫)
ছুটি ও অন্যান্য
- আন্তর্জাতিক ক্রীড়া দিবস ৷
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ৬ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.