সুচিত্রা সেন

সুচিত্রা সেন (৬ এপ্রিল, ১৯৩১ - ১৭ জানুয়ারি, ২০১৪) একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন। [2] তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

সুচিত্রা সেন
বিমল রায়ের দেবদাস (১৯৫৫) ছবিতে পারু চরিত্রে সুচিত্রা সেন
জন্ম
রমা দাশগুপ্ত

(১৯৩১-০৪-০৬)৬ এপ্রিল ১৯৩১
মৃত্যু১৭ জানুয়ারি ২০১৪(2014-01-17) (বয়স ৮২) [1]
জাতীয়তাভারতীয়
কার্যকাল১৯৫৩–১৯৭৯
উল্লেখযোগ্য কর্ম
সাত পাকে বাঁধা
সপ্তপদী
শাপমোচন
হারানো সুর
দ্বীপ জ্বেলে যাই
দাম্পত্য সঙ্গীদিবানাথ সেন
সন্তানমুনমুন সেন
পুরস্কারপদ্মশ্রী, বঙ্গবিভূষণ
স্বাক্ষর

১৯৬৩ সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন "সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস" জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন।[3][4] ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে।[5] শোনা যায়, ২০০৫ সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল; কিন্তু সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চান না বলে এই পুরস্কার গ্রহণ করেননি।[6] ২০১২ সালে তাকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয়।[7]

ব্যক্তিগত জীবন ও শিক্ষা

১৯৩১ সালের ৬ এপ্রিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির (অধুনা বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্গত সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙ্গাবাড়ী গ্রাম সুচিত্রা সেনের পৈত্রিক নিবাস।) পাবনা জেলার সদর পাবনায় সুচিত্রা সেন জন্মগ্রহণ করেছিলেন।[8][9] তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন এক স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। পাবনা শহরেই তিনি পড়াশোনা করেছিলেন। তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনী।[10]

১৯৪৭ সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয়।[11] তাদের একমাত্র কন্যা মুনমুন সেনও একজন খ্যাতনামা অভিনেত্রী। ১৯৫২ সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন।[12]

চলচ্চিত্র জীবন

১৯৫২ সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় কিন্তু ছবিটি মুক্তি পায়নি।

উত্তম-সুচিত্রা জুটি

উত্তম কুমারের বিপরীতে সাড়ে চুয়াত্তর ছবিতে তিনি অভিনয় করেন। ছবিটি বক্স-অফিসে সাফল্য লাভ করে এবং উত্তম-সুচিত্রা জুটি আজও স্মরণীয় হয়ে আছে। বাংলা ছবির এই অবিসংবাদিত জুটি পরবর্তী ২০ বছরে ছিলেন আইকন স্বরূপ।

সম্মাননা

১৯৫৫ সালের দেবদাস ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেন, যা ছিল তার প্রথম হিন্দি ছবি। উত্তম কুমারের সাথে বাংলা ছবিতে রোমান্টিকতা সৃষ্টি করার জন্য তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী। ১৯৬০ ও ১৯৭০ দশকে তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে। স্বামী মারা যাওয়ার পরও তিনি অভিনয় চালিয়ে গেছেন, যেমন হিন্দি ছবি আন্ধি। এই চলচ্চিত্রে তিনি একজন নেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। বলা হয় যে চরিত্রটির প্রেরণা এসেছে ইন্দিরা গান্ধী থেকে। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন এবং তার স্বামী চরিত্রে অভিনয় করা সঞ্জীব কুমার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন। হিন্দি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর দাদাসাহেব সম্মাননা প্রদান করে ভারত সরকার। চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এ সম্মাননা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সুচিত্রা সেন। ২০০৫ সালে দাদাসাহেব সম্মাননা প্রত্যাখ্যান করেছিলেন তিনি। সম্মাননা নিতে কলকাতা থেকে দিল্লি যেতে চাননি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।[13]

অন্তরীণ জীবন

১৯৭৮ সালে সুদীর্ঘ ২৫ বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসরগ্রহণ করেন। এর পর তিনি লোকচক্ষু থেকে আত্মগোপন করেন এবং রামকৃষ্ণ মিশনের সেবায় ব্রতী হন। ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য সুচিত্রা সেন মনোনীত হন, কিন্তু ভারতের প্রেসিডেন্টের কাছ থেকে সশরীরে পুরস্কার নিতে দিল্লি যাওয়ায় আপত্তি জানানোর কারণে তাকে পুরস্কার দেওয়া হয় নি।

মৃত্যু

২০১৪ সালের ১৭ জানুয়ারি ভারতীয় সময় সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে সুচিত্রা সেনের মৃত্যু হয়।[14][15] তিন সপ্তাহ আগে ফুসফুসে সংক্রমণের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।[16] পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষকৃত্যে গান স্যালুট দেবার কথা ঘোষণা করেন।[16] ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী-পদপ্রার্থী নরেন্দ্র মোদী সুচিত্রা সেনের মৃত্যুতে শোকবার্তা পাঠান।[17]

পরিবার

তার মেয়ে মুনমুন সেন এবং নাতনী রিয়া সেনরাইমা সেন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্রের তালিকা

নম্বর সাল চলচ্চিত্র মুক্তির তারিখ নামভূমিকা পরিচালক নায়ক মন্তব্য
1১৯৫২শেষ কোথায়অমুক্তিপ্রাপ্তছবিটি মুক্তি পাইনি
2১৯৫৩সাত নম্বর কয়েদী৭ ফেব্রুয়ারি ১৯৫৩সুকুমার দাশগুপ্তসমর রায়মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি
3১৯৫৩সাড়ে চুয়াত্তর২০ ফেব্রুয়ারি ১৯৫৩রমলানির্মল দেউত্তম কুমার
4১৯৫৩ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য১১ ডিসেম্বর ১৯৫৩বিষ্ণুপ্রিয়াদেবকী বসুবসন্ত চৌধুরী
5১৯৫৩কাজরী১০ এপ্রিল ১৯৫৩নীরেন লাহিড়ীনায়ক নেই
6১৯৫৪অ্যাটম বম্ব১ জানুয়ারি ১৯৫৪তারু মুখোপাধ্যায়রবীন মজুমদারএক্সট্রা হিসেবে আত্মপ্রকাশ। ছবির প্রধান নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়
7১৯৫৪ওরা থাকে ওধারে৫ ফেব্রুয়ারি ১৯৫৪প্রমীলাসুকুমার দাশগুপ্তউত্তম কুমার
8১৯৫৪ঢুলি৩ জুন ১৯৫৪মিনতিপিনাকী মুখোপাধ্যায়প্রশান্ত কুমার
9১৯৫৪মরণের পরে২৫ জুন ১৯৫৪তনিমাসতীশ দাশগুপ্তউত্তম কুমার
10১৯৫৪সদানন্দের মেলা১৬ জুলাই ১৯৫৪শীলাসুকুমার দাশগুপ্তউত্তম কুমার
11১৯৫৪অন্নপূর্ণার মন্দির৬ আগস্ট ১৯৫৪সতীনরেশ মিত্রউত্তম কুমার
12১৯৫৪অগ্নিপরীক্ষা৩ সেপ্টেম্বর ১৯৫৪তাপসীঅগ্রদূতউত্তম কুমার
13১৯৫৪গৃহপ্রবেশ১২ নভেম্বর ১৯৫৪অজয় করউত্তম কুমার
14১৯৫৪বলয়গ্রাস১৭ ডিসেম্বর ১৯৫৪মণিমালাপিনাকী মুখোপাধ্যায়
15১৯৫৫সাঁঝের প্রদীপ২৮ জানুয়ারি ১৯৫৫রাজুসুধাংশু মুখোপাধ্যায়উত্তম কুমার
16১৯৫৫দেবদাস১ জানুয়ারি ১৯৫৫পার্বতী (পারু)বিমল রায়দিলীপ কুমারশরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস "দেবদাস" অবলম্বনে নির্মিত প্রথম হিন্দি ছবি
17১৯৫৫সাজঘর১১ মার্চ ১৯৫৫অজয় করবিকাশ রায়
18১৯৫৫শাপমোচন২৭ মে ১৯৫৫মাধুরীসুধীর মুখোপাধ্যায়উত্তম কুমার
19১৯৫৫মেজ বৌ৩০ সেপ্টেম্বর ১৯৫৫দেবনারায়ণ গুপ্তবিকাশ রায়
20১৯৫৫ভালোবাসা৬ অক্টোবর ১৯৫৫দেবকী বসুবসন্ত চৌধুরী
21১৯৫৫সবার উপরে১ ডিসেম্বর ১৯৫৫রিতাঅগ্রদূতউত্তম কুমার
22১৯৫৬সাগরিকা১ ফেব্রুয়ারি ১৯৫৬সাগরিকাঅগ্রগামীউত্তম কুমার
23১৯৫৬শুভরাত্রি৩০ মার্চ ১৯৫৬শান্তিসুশীল মজুমদারবসন্ত চৌধুরী
24১৯৫৬একটি রাত১১ মে ১৯৫৬সান্ত্বনাচিত্ত বসুউত্তম কুমার
25১৯৫৬ত্রিযামা২৮ জুন ১৯৫৬স্বরুপাঅগ্রদূতউত্তম কুমার
26১৯৫৬শিল্পী৩০ নভেম্বর ১৯৫৬অঞ্জনাঅগ্রগামীউত্তম কুমার
27১৯৫৬আমার বৌ১৪ ডিসেম্বর ১৯৫৬খগেন রায়বিকাশ রায়
28১৯৫৭হারানো সুর৬ সেপ্টেম্বর ১৯৫৭ডঃ রমা ব্যানার্জিঅজয় করউত্তম কুমার
29১৯৫৭চন্দ্রনাথ১৫ নভেম্বর ১৯৫৭সরযূকার্তিক চট্টোপাধ্যায়উত্তম কুমারশরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস "চন্দ্রনাথ" অবলম্বনে
30১৯৫৭পথে হল দেরী৫ ডিসেম্বর ১৯৫৭মল্লিকা ব্যানার্জিঅগ্রদূতউত্তম কুমার
31১৯৫৭জীবন তৃষ্ণা২৫ ডিসেম্বর ১৯৫৭শকুন্তলাঅসিত সেনউত্তম কুমার
32১৯৫৭মুসাফিরশকুন্তলা বর্মাহৃষীকেশ মুখোপাধ্যায়শেখরহিন্দি ছবি
33১৯৫৭চম্পাকলিচম্পাকলিনন্দলাল জসবন্তলালভারত ভূষণহিন্দি ছবি
34১৯৫৮রাজলক্ষ্মী ও শ্রীকান্ত২৮ ফেব্রুয়ারি ১৯৫৮রাজলক্ষ্মীহরিদাস ভট্টাচার্যউত্তম কুমারশরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস "রাজলক্ষ্মী ও শ্রীকান্ত" অবলম্বনে
35১৯৫৮সূর্যতোরণ২১ নভেম্বর ১৯৫৮অনিতা চ্যাটার্জিঅগ্রদূতউত্তম কুমার
36১৯৫৮ইন্দ্রাণী১০ অক্টোবর ১৯৫৮ইন্দ্রাণীনীরেন লাহিড়ীউত্তম কুমার
37১৯৫৯দীপ জ্বেলে যাই১ মে ১৯৫৯রাধা মিত্রঅসিত সেনবসন্ত চৌধুরী
38১৯৫৯চাওয়া পাওয়া২৭ ফেব্রুয়ারি ১৯৫৯মঞ্জুযাত্রিকউত্তম কুমার
39১৯৬০হসপিটাল১৬ সেপ্টেম্বর ১৯৬০শর্বরীসুশীল মজুমদারঅশোক কুমার
40১৯৬০স্মৃতিটুকু থাক২৩ সেপ্টেম্বর ১৯৬০শোভা/উৎপলাযাত্রিকঅসিতবরণ মুখোপাধ্যায় / বিকাশ রায়প্রথম বার দ্বৈত চরিত্রে অভিনয়
41১৯৬০বোম্বাই কা বাবুমায়ারাজ খোসলাদেব আনন্দহিন্দি ছবি
42১৯৬০সরহদশঙ্কর মুখার্জিদেব আনন্দহিন্দি ছবি
43১৯৬১সপ্তপদী২০ অক্টোবর ১৯৬১রিনা ব্রাউনঅজয় করউত্তম কুমার
44১৯৬২বিপাশা২৬ জানুয়ারি ১৯৬২বিপাশাঅগ্রদূতউত্তম কুমার
45১৯৬৩সাত পাকে বাঁধা২২ মার্চ ১৯৬৩অর্চনাঅজয় করসৌমিত্র চট্টোপাধ্যায়
46১৯৬৩উত্তর ফাল্গুনী১১ অক্টোবর ১৯৬৩দেবযানী / পান্নাবাঈ / সুপর্ণাঅসিত সেনদিলীপ মুখোপাধ্যায় / বিকাশ রায়দ্বৈত চরিত্র
47১৯৬৪সন্ধ্যাদীপের শিখা২ অক্টোবর ১৯৬৪জয়ন্তী ব্যানার্জিহরিদাস ভট্টাচার্যদিলীপ মুখোপাধ্যায় / বিকাশ রায়
48১৯৬৬মমতাদেবযানী / পান্নাবাঈ / সুপর্ণাঅসিত সেনধর্মেন্দ্র / অশোক কুমারবাংলা চলচ্চিত্র "উত্তর ফাল্গুনী" এর হিন্দি সংস্করণ
49১৯৬৭গৃহদাহ৫ মে ১৯৬৭অচলাসুবোধ মিত্রউত্তম কুমারশরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস "গৃহদাহ" অবলম্বনে
50১৯৬৯কমললতা২ অক্টোবর ১৯৬৯কমললতাহরিসাধন দাশগুপ্তউত্তম কুমারশরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস "কমললতা" অবলম্বনে
51১৯৭০মেঘ কালো৪ সেপ্টেম্বর ১৯৭০ডঃ নির্মাল্য রায়সুশীল মুখোপাধ্যায়বসন্ত চৌধুরী
52১৯৭১নবরাগ৪ ফেব্রুয়ারি ১৯৭১নারায়ণী / রিনাবিজয় বসুউত্তম কুমার
53১৯৭১ফরিয়াদ৫ নভেম্বর ১৯৭১চাঁপা / রতনমালাবিজয় বসুউৎপল দত্ত
54১৯৭২আলো আমার আলো১৭ মার্চ ১৯৭২অতসীপিনাকী মুখোপাধ্যায়উত্তম কুমার
55১৯৭২হার মানা হার১৯ ডিসেম্বর ১৯৭২নীরা (নীরজা)সলিল সেনউত্তম কুমার
56১৯৭৪দেবী চৌধুরানী৬ সেপ্টেম্বর ১৯৭৪প্রফুল্লমুখীদীনেন গুপ্তরঞ্জিত মল্লিক
57১৯৭৪শ্রাবণ সন্ধ্যা২৫ জানুয়ারি ১৯৭৪বীরেশ্বর বসুসমিত ভঞ্জ
58১৯৭৫প্রিয় বান্ধবী৩ অক্টোবর ১৯৭৫শ্রীমতীহীরেন নাগউত্তম কুমার
59১৯৭৫আঁধি১৩ ফেব্রুয়ারি ১৯৭৫আরতি দেবীগুলজারসঞ্জীব কুমারহিন্দি ছবি
60১৯৭৬দত্তা৩০ জুলাই ১৯৭৬বিজয়াঅজয় করসৌমিত্র চট্টোপাধ্যায়শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস "দত্তা" অবলম্বনে
61১৯৭৮প্রণয় পাশা৯ জুন ১৯৭৮বাসবদত্তামঙ্গল চক্রবর্তীসৌমিত্র চট্টোপাধ্যায়

পুরস্কার ও সম্মাননা

বছরপুরস্কার/সম্মাননাফলাফলচলচ্চিত্র
১৯৬৩৩য় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - শ্রেষ্ঠ অভিনেত্রীজয়ীসাত পাকে বাঁধা
১৯৬৬ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারমনোনীতমমতা
১৯৭২পদ্মশ্রীচলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য[5]
১৯৭৬ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারমনোনীতআঁধি
২০১২বঙ্গবিভূষণচলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য

তথ্যসূত্র

  1. "Actress Suchitra Sen passes away"। Filmcircle.com। জানুয়ারি ২০, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানু ১৭, ২০১৪
  2. Sharma, Vijay Kaushik, Bela Rani (১৯৯৮)। Women's rights and world development। New Delhi: Sarup & Sons। পৃষ্ঠা 368। আইএসবিএন 8176250155http://books.google.co.in/books?id=qnJ9J9UygR0C&pg=PA368 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)
  3. "Suchitra Sen, Bengal's sweetheart"। NDTV। ১৭ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৪
  4. "Padma Awards Directory (1954-2013)" (PDF)Ministry of Home Affairs1972: 130: Smt Suchitra Sen
  5. "Suchitra Sen awarded Banga-Bibhusan"Zee News India। মে ২০, ২০১২। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২
  6. Das, Mohua (মে ২০, ২০১২)। "The perils of a packed prize podium Ravi Shankar declines award"Telegraph, Kolkata। Calcutta, India। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২
  7. Deb, Alok Kumar। "APRIL BORN a few PERSONALITIES"। www.tripurainfo.com। ১০ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০০৮
  8. "Garbo meets Sen Two women bound by beauty and mystery"Telegraph। Calcutta, India। ৮ জুলাই ২০০৮। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২
  9. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৪
  10. Chakraborty, Ajanta (১৮ জুন ২০১১)। "Actress Suchitra Sen's secrets out!"। TNN (Times of India)
  11. Pal, Deepanjana (১৭ জানু ২০১৪)। "RIP Suchitra Sen. It is the end of a fairytale"। Firstpost। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৪
  12. প্রথম আলো
  13. "Veteran acctress Suchitra Sen dies in Kolkata hospital after massive heart attack"। Financial Express। ২০১২-০৬-১২। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১৭
  14. "Suchitra Sen suffers massive heart attack, passes away - Entertainment - DNA"। Dnaindia.com। ২০১৩-১০-২২। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১৭
  15. "BBC News - Suchitra Sen: Iconic Indian Bengali actress dies"। Bbc.co.uk। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১৭
  16. "Indian Leaders Condole the Sad Demise of Suchitra Sen"Biharprabha News। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৪

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.