পাবনা

পাবনা বাংলাদেশ এর উত্তরাঞ্চলের (উত্তরবঙ্গের) একটি প্রধান শহর। এটি রাজশাহী বিভাগ এর পাবনা জেলার অন্তর্গত। পাবনা শহর বিখ্যাত পদ্মা নদীর তীরে অবস্থিত।

পাবনা
পাবনা
স্থানাঙ্ক: ২৪°০১′ উত্তর ৮৯°১৩′ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
উচ্চতা১৬ মিটার (৫২ ফুট)
জনসংখ্যা (২০১২)
  মোট১,৮৬,৭৮১
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটpabna.gov.bd

প্রশাসন

পাবনা পৌরসভা একজন মেয়র এবং ১৫ জন কাউন্সিলর এবং ৫ জন মহিলা কাউন্সিলর দ্বারা গঠিত। প্রতিটি কাউন্সিলর শহরের একটি করে ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। তারা সবাই জনগণের ভোটে সরাসরি নির্বাচিত।

যাতায়াত

যমুনা বহুমুখী সেতু পার হয়ে সড়কপথে রাজধানী ঢাকা থেকে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার পথ। এছাড়া নদী পথে আরিচা থেকে নগরবাড়ি ঘাট হয়ে ৪ ঘণ্টায় পাবনায় যাওয়া যায়।

পাবনা সড়ক দ্বারা রাজশাহী বিভাগের সব জেলা এবং শহরগুলির সাথে সংযুক্ত। পাবনা শহর নতুন রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে। শালগরিয়ায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছাকাছি পাবনা রেলওয়ে স্টেশনটি অবস্থিত। এর আগে রেলওয়ে ছিল টেবুনিয়ায়, যা শহরের কেন্দ্র থেকে ১০ কিমি দূরে ছিল।

জলবায়ু

পাবনা-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য
মাস জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে বছর
সর্বোচ্চ °সে (°ফা) গড় ২৫٫৩
(৭৮)
২৮٫৫
(৮৩)
৩৩٫৬
(৯২)
৩৬٫৭
(৯৮)
৩৫٫২
(৯৫)
৩২٫৭
(৯১)
৩১٫৭
(৮৯)
৩১٫৮
(৮৯)
৩২٫২
(৯০)
৩১٫৬
(৮৯)
২৯٫১
(৮৪)
২৬٫৪
(৮০)
৩১٫২৩
(৮৮٫২)
সর্বনিম্ন °সে (°ফা) গড় ১১٫৬
(৫৩)
১৩٫৯
(৫৭)
১৮٫৫
(৬৫)
২২٫৮
(৭৩)
২৪٫৬
(৭৬)
২৫٫৬
(৭৮)
২৫٫৯
(৭৯)
২৬٫৪
(৮০)
২৬٫২
(৭৯)
২৩٫৬
(৭৪)
১৭٫৫
(৬৪)
১২٫৯
(৫৫)
২০٫৭৯
(৬৯٫৪)
গড় অধঃক্ষেপণ মিমি (ইঞ্চি) ১৯
(০٫৭৫)
১৮
(০٫৭১)
৩৪
(১٫৩৪)
৫৬
(২٫২)
১৫৯
(৬٫২৬)
৩০০
(১১٫৮১)
২৬০
(১০٫২৪)
২৯৪
(১১٫৫৭)
২৪২
(৯٫৫৩)
২০১
(৭٫৯১)
১৭
(০٫৬৭)

(০٫১২)
১,৬০৩
(৬৩٫১১)
উৎস: Climate-data.org

শিক্ষা প্রতিষ্ঠান

  1. পাবনা জিলা স্কুল,
  2. পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  3. পাবনা ক্যাডেট কলেজ,
  4. এডওয়ার্ড কলেজ,
  5. সরকারী শহীদ বুলবুল কলেজ,
  6. সরকারী মহিলা কলেজ,পাবনা,
  7. পলিটেকনিক ইন্সটিটিউট,
  8. পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,
  9. পাবনা সরকারী মেডিক্যাল কলেজ,
  10. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
  11. মেরিন একাডেমী, পাবনা

প্রভৃতি।

খ্যাতিমান ব্যক্তিবর্গ

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.