পাবনা ক্যাডেট কলেজ

পাবনা ক্যাডেট কলেজ বাংলাদেশের পাবনার একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি দেশের প্রাচীন দশটি ক্যাডেট কলেজের মধ্যে অন্যতম; যা ১৯৮১ সালের ৭ আগষ্ট 'পাবনা রেসিডেন্সিয়াল মডেল কলেজ' থেকে 'ক্যাডেট কলেজ'-এ রূপান্তরিত হয়। এই কলেজটি পাবনা শহর থেকে ১০ কি.মি. দূরে পাবনা-নগরবাড়ি মহাসড়কের পাশে অবস্থিত। আজ পর্যন্ত পাবনা ক্যাডেট কলেজ শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ অন্যান্য বিষয়ে সাফল্য বজায় রেখেছে।

পাবনা ক্যাডেট কলেজ
অবস্থান
জালালপুর, পাবনা জেলা
বাংলাদেশ
তথ্য
ধরনআধা স্বায়ত্তশাসিত বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান
নীতিবাক্যসাধনায় সাফল্য
প্রতিষ্ঠাকাল আগস্ট ১৯৮১ (1981-08-07)
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ৩০০ ক্যাডেট
ক্যাম্পাস৩৮ একর
রঙআসমানি নীল
ডাকনামPCC
বাজেটপ্রতিরক্ষা খাতে বাংলাদেশের বার্ষিক বাজেট
ওয়েবসাইটpcc.army.mil.bd

অবস্থান

পাবনা ক্যাডেট কলেজ পাবনা জেলার জালালপুরে, ঢাকা-পাবনা মহাসড়কের পাশেই অবস্থিত। পাবনা শহর থেকে এটি ৬ কিমি দূরে অবস্থিত যা বাগচিপাড়া বাজারের কাছে।

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র

  • সৌভিক ধর গর্ব

আরো দেখুন

মেরিন একাডেমী, পাবনা

বহি:সংযোগ

https://pcc.gov.mil.bd/%5B%5D

পাবনা ক্যাডেট কলেজের অফিসিয়াল ওয়েবসাইট

https://pcc.army.mil.bd/

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.