রংপুর ক্যাডেট কলেজ

রংপুর ক্যাডেট কলেজ বাংলাদেশের একটি মিলিটারি উচ্চ বিদ্যালয়। রংপুর ক্যাডেট কলেজকে সংক্ষেপে সি.সি.আর বলা হয়ে থাকে।

রংপুর ক্যাডেট কলেজ
রংপুর ক্যাডেট কলেজ এর মনোগ্রাম
অবস্থান
রংপুর, বাংলাদেশ
স্থানাঙ্ক২৫°৪২′৪৩″ উত্তর ৮৯°১৫′৩২″ পূর্ব
তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৭৯ (1979)
কার্যক্রম শুরু১৯৭৯
আয়তন৩৭ একর (১,৫০,০০০ মি)
রঙ     কমলা
বিশেষণরংপুরিয়ান

ইতিহাস

পূর্বস্থিত রংপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ পরিবর্তন ও পরিবর্ধনের মাধ্যমে ১৯৭৯ সালে তা রংপুর ক্যাডেট কলেজরূপে আত্মপ্রকাশ করে। এসময় পার্শ্বস্থ রংপুর কারমাইকেল কলেজ হতে কিছু জমি অধিগ্রহণ করা হয়। এ বছরই এর শিক্ষা কার্য্যক্রম শুরু হয়। কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন কমান্ডার হাবিবুর রহমান।

অবস্থান

রংপুর শহর হতে ৫ কিলোমিটার দূরে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে।

কাঠামো

সমগ্র ব্যবস্থাটি পরিপূর্ণরূপে পরিকল্পিত, ক্যাডেট কলেজ হিসেবে যা সকল চাহিদা পূরণে সক্ষম। কলেজের আয়তন অনুযায়ী পুরো ব্যবস্থাটি গড়ে উঠেছে। ক্যাম্পাসের প্রধান অংশগুলো হল:

  • প্রধান একাডেমিক ভবন
  • ক্যাডেটদের আবাসিক হাউজ সমূহ
  • ডাইনিং হল
  • মসজিদ
  • হাসপাতাল
  • তিনটি খেলার মাঠ
  • ক্যান্টিন ও বারবার শপ
  • স্টোর হাউজ
  • টুল শপ
  • শিক্ষকমন্ডলী ও কলেজের অন্যান্য স্টাফদের আবাসিক এলাকা

বহিঃসংযোগ

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.