রংপুর ক্যাডেট কলেজ
রংপুর ক্যাডেট কলেজ বাংলাদেশের একটি মিলিটারি উচ্চ বিদ্যালয়। রংপুর ক্যাডেট কলেজকে সংক্ষেপে সি.সি.আর বলা হয়ে থাকে।
রংপুর ক্যাডেট কলেজ | |
---|---|
![]() রংপুর ক্যাডেট কলেজ এর মনোগ্রাম | |
অবস্থান | |
রংপুর, বাংলাদেশ | |
স্থানাঙ্ক | ২৫°৪২′৪৩″ উত্তর ৮৯°১৫′৩২″ পূর্ব |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৯ |
কার্যক্রম শুরু | ১৯৭৯ |
আয়তন | ৩৭ একর (১,৫০,০০০ মি২) |
রঙ | কমলা |
বিশেষণ | রংপুরিয়ান |
ইতিহাস
পূর্বস্থিত রংপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ পরিবর্তন ও পরিবর্ধনের মাধ্যমে ১৯৭৯ সালে তা রংপুর ক্যাডেট কলেজরূপে আত্মপ্রকাশ করে। এসময় পার্শ্বস্থ রংপুর কারমাইকেল কলেজ হতে কিছু জমি অধিগ্রহণ করা হয়। এ বছরই এর শিক্ষা কার্য্যক্রম শুরু হয়। কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন কমান্ডার হাবিবুর রহমান।
অবস্থান
রংপুর শহর হতে ৫ কিলোমিটার দূরে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে।
কাঠামো
সমগ্র ব্যবস্থাটি পরিপূর্ণরূপে পরিকল্পিত, ক্যাডেট কলেজ হিসেবে যা সকল চাহিদা পূরণে সক্ষম। কলেজের আয়তন অনুযায়ী পুরো ব্যবস্থাটি গড়ে উঠেছে। ক্যাম্পাসের প্রধান অংশগুলো হল:
বহিঃসংযোগ
আরও দেখুন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.