গাইবান্ধা

গাইবান্ধা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা শহর। প্রশাসনিকভাবে এটি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সদরদপ্তর। এর আয়তন ২৮.৫৮ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ৯৪,০৮৯ জন। এটি ক শ্রেণির পৌরসভা দ্বারা শাসিত হয়।

গাইবান্ধা
শহর
দেশ বাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
উপজেলাগাইবান্ধা সদর উপজেলা
সরকার
  ধরনপৌরসভা
  শাসকগাইবান্ধা পৌরসভা
আয়তন
  মোট২৮.৫৮ কিমি (১১.০৩ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৯৪,০৮৯
  জনঘনত্ব৩৩০০/কিমি (৮৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+৬)

নামকরণ

কথিত আছে আজ থেকে প্রায় ৫২০০ বছর আগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় বিরাট রাজার রাজধানী ছিল। বিরাট রাজার প্রায় ৬০ (ষাট) হাজার গাভী ছিল। সেই গাভী বাধার স্থান হিসাবে গাইবান্ধা নামটি এসেছে বলে কিংবদন্তী রয়েছে।

ভূগোল

গাইবান্ধা ২৫°১৯'৪৪" উত্তর অক্ষাংশ ও ৮৯°৩২'২৯" পূর্ব দ্রাঘিমা‌ংশে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ২৮ মিটার।[1] এ শহরের আয়তন ২৮.৫৮ বর্গকিলোমিটার।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গাইবান্ধার জনসংখ্যা ৯৪,০৮৯ জন। যার মধ্যে ৪৭১২৩ পুরুষ এবং ৪৬৯৬৬ জন নারী। এর মধ্যে পৌরসভা এলাকার জনসংখ্যা ৬৭৮৩৩ জন। নারী ও পুরুষের লিঙ্গ অনুপাত হল ১০০, যেখানে জাতীয় লিঙ্গ অনুপাত হল ১০০.৩ এবং জাতীয় শহুরে লিঙ্গ অনুপাত হল ১০৯.৩। গাইবান্ধা শহরের সাক্ষরতার হার ৬৬% (পৌরসভায় ৭৪.৫%), যেখানে জাতীয় শহুরে সাক্ষরতার হার ৫৯.৪%।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.